শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভর্তি ফি নিয়ে ভোগান্তির মুখে পড়েছে শিক্ষার্থীরা

একাদশ শ্রেণিতে ভর্তি ফি নিয়ে ভোগান্তির মুখে পড়েছে ফেনীর শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে প্রতিবারের মত এবারও জেলার বেশির ভাগ কলেজে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। কোনো কোনো কলেজ দ্বিগুণ কিংবা তারও বেশি টাকা আদায় করছে। চার দফা পিছিয়ে রবিবার মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পর এখন কলেজগুলোতে ভর্তি চলছে। ভর্তি-প্রক্রিয়া শেষ হবে আজ বৃহস্পতিবার। তবে বিলম্ব ফিসহ ভর্তির শেষ সময় ২৬ জুলাই।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী এখানকার (জেলা সদর) কলেজগুলোতে সেশন চার্জসহ সব মিলিয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। ফেনী সরকারি কলেজ, সরকারি জিয়া মহিলা কলেজে নির্ধারিত ফি আদায় করলেও সবকটি সরকারি কলেজ ও প্রাইভেট কলেজগুলো এ নিয়ম মানছে না।

ফেনী কমার্স কলেজে ২ হাজার ৯৫০ টাকা, জয়নাল হাজারী কলেজে ৩ হাজার ১০০ টাকা, ফেনী সিটি কলেজে ৫ হাজার টাকা, ফেনী ভিক্টোরিয়া কলেজে ৪ হাজার ৬০০ টাকা, বীকন মডেল কলেজে ৪ হাজার ৬০০ টাকা, ফেনী মহিলা কলেজে ৩ হাজার ২০০ টাকা, ফেনী মডেল কলেজে ৫ হাজার টাকা, রামপুর নাসির মেমোরিয়াল কলেজে ৩ হাজার ৫০০ টাকা, হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজে ৫ হাজার টাকা গুণতে হচ্ছে।

বৃহস্পতিবার একাধিক কলেজে সরেজমিন গিয়ে দেখা যায়, শিক্ষার্থী ও অভিভাবকেরা ভর্তির কাজ নিয়ে ব্যস্ত। একজন শিক্ষার্থীর বাবা বললেন, ভর্তির টাকা অনেক বেশি। কি আর করা যাবে। এখন সরকার যদি কিছু করে। আরেকজন অভিভাবক বলেন, যে নিয়ম কলেজগুলো মানে না, এসব নিয়ম করে লাভ কি? জানতে চাইলে ফেনী মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন বাড়তি ফি নেয়ার বিষয়টি যৌক্তিক দাবি করে বলেন, আমরা সরাসরি ভর্তি করতেছি। কেউ ৫০০ টাকা দিলে তাকেও ভর্তি করানো হচ্ছে।

অভিযোগ আছে, এর আগেও অনেক কলেজে ভর্তির সময় বেশি টাকা আদায় করলেও শিক্ষা মন্ত্রণালয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি। ফলে এবারও বেশি টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক তরুন কুমার সরকার বলেন, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

  • বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া
  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার