ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে চাইছে পাকিস্তান!

আর ভারত নয়,এবার সিরিজ খেলার জন্য বাংলাদেশ কিংবা শ্রীলংকাকে চাইছে পাকিস্তান।দীর্ঘ সাত বছর পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল খেলার মধ্যে দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে পাকিস্তান। সেই সাথে বিশ্বকে দেখিয়েছে, পাকিস্তান বিদেশি ক্রিকেটারদের জন্য অনিরাপদ নয়।
ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারাও সেপ্টেম্বরে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠানোর পরিকল্পনা করছে।
এতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে দেশটির ক্রিকেট বোর্ড। তাই ভারত সফর না করলেও বছরের শেষ দিকে নিজেদের মাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ব্যাপারে তারা বদ্ধপরিকর।
এ ব্যাপারে পিসিবি’র নির্বাহী বোর্ডের প্রধান নাজাম শেঠি বলেন, ‘আশা করছি, বছরের শেষের দিকে শীতের মৌসুমে আমরা বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে পাকিস্তানের মাটিতে পাবো। এ বিষয়ে আমরা তাদের সাথে আলোচনা করবো। পাকিস্তানের মাটিতে পিএসএলের ফাইনাল সফলভাবে সম্পন্ন করার পর আমরা এখন এ ব্যাপারে আশাবাদী।’
মূলত ডিসেম্বরে পাকিস্তানে সফরের কথা ছিল প্রতিবেশী ভারত ক্রিকেট দলের। কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব তাতে সফরটা না হওয়ার সম্ভাবনা প্রবল।তাই বাংলাদেশ কিংবা শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলতে চাইছে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন