ভারতকে যোগ্য জবাব দেওয়ার নির্দেশ পাক সেনাপ্রধানের

ইসলামাবাদ: নাম না করে ভারতকে ফের হুমকি দিল পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর সমস্ত সেনা আধিকারিক এবং জওয়ানদের যে কোনও পরিস্থিতিতে তৈরি থাকার নির্দেশ দিল পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
শুধু তাই নয়, সব ধরণের হুমকির যাতে যোগ্য জবাব দেওয়া হয় সেই বিষয়ে সেনা আধিকারিক-জওয়ানদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান।
গত কয়েকদিনে ভারতকে একাধিকবার হুমকি দিয়েছে পাকিস্তান। যদিও এই বিষয়ে কর্ণপাত করতে নারাজ ভারত। কারণ, যে কোনও ধরণের হুমকি মোকাবিলায় ভারত সবসময় প্রস্তুত রয়েছে বলেই আগেই হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। সেখানে দাঁড়িয়ে এবার পালটা প্রস্তুতি কি পাকিস্তানের? মনে করছেন পর্যবেক্ষকরা।
সম্প্রতি মুলতান গ্যারিসনে পাক কমান্ডো বাহিনী স্ট্রাইক কোর পরিদর্শনে যান পাক সেনাপ্রধান। জেনারেল বাজওয়া কোর পরিদর্শনে বলেন, সৈনিক যে রকম হয় সেনাবাহিনীও সে রকম হয়ে থাকে।
তিনি বলেন, সন্ত্রাসবাদ বিরোধী অভিজ্ঞতার মধ্য দিয়ে পাক বাহিনী যুদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছে। তিনি একে রণপ্রস্তুতির ক্ষেত্রে মূল্যবান অর্জন হিসেবে অভিহিত করেন। পাশাপাশি প্রচলিত যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাদের প্রস্তুতির প্রশংসাও করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন