ভারতীয় মেয়ের প্রেমে পাগল হয়ে স্বামী ছেড়ে ভারতে পালালো বাংলাদেশি তরুণী!
ফেসবুকে বন্ধুত্ব প্রতিবেশী দুই দেশের তরুণীর। কিন্তু শুধুই বন্ধুত্বে আটকে থাকল না দুজনের সম্পর্ক। ভারতীয় তরুণীর প্রেমে পাগল হয়ে ভারতেই চলে গেলেন বাংলাদেশি প্রেমিকা। ‘স্ত্রী’-র মতোই মনে করেন তাকে।
২০১২ সালে ফেসবুকে বন্ধুত্ব হয় ঢাকার ধনী ব্যবসায়ী সানাউল্লাহ-র মেয়ে জন্নাত-এর সঙ্গে ইন্দোরের বাসিন্দা নয়নার। ক্রমশ ঘনিষ্ঠতা গড়ে ওঠে দুই তরুণীর মধ্যে। নয়নার প্রেমে পাগল হয়ে ওঠেন জন্নাত। চলে যানন ভারতে। নয়নার কাছাকাছি থাকার জন্য ২০১৩ সালে ইন্দোরেই একটি স্থানীয় কলেজে বিবিএ কোর্সে ভর্তি হন।
এর মধ্যে নয়নার বাড়িতে তার বিয়ের তোড়জোড় শুরু হয়। তারা প্রথমে মেয়ের এই অনৈতিক প্রেমের ব্যাপারে কিছুই জানতেন না। কিন্তু বিয়েতে বেঁকে বসেন নয়না। জন্নাতকে ছেড়ে কোথাও যেতে চান না তিনি। অবশেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানো হয়। বিনিময়ে একটা শর্ত দেন নয়না। বিয়ের পরো তার কাছেই থাকতে দিতে হবে জন্নাতকে। মেয়ের শর্ত মেনে নেয় নয়নার পরিবার।
নয়নার পরিবার মনে করেন, একবার বিয়ে হয়ে গেলে হয়তো আর জন্নাতকে নিয়ে সমস্যা হবে না। স্বামী-শ্বশুরবাড়িতে মানিয়ে গুছিয়ে থাকবেন নয়না। কিন্তু তা তো হলোই না, উল্টে ফল হলো বিপরীত। বিয়ের পরও সব খানে জন্নাতকে নিয়ে যেতে চান তিনি। এমনকী গোয়ায় হানিমুনেও জন্নাতকে নিয়ে যেতে চান নয়না।
তাদের বিষয়টি জানাজানি হলে নয়নার স্বামী মহেশ তাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলেন। কিন্তু কোনোভাবেই আলাদা করা যায়নি নয়না-জন্নাতকে। শেষ পর্যন্ত হানিমুনে যায় তিনজন। সেখানেই ঘরে মহেশকে আটকে রেখে পালিয়ে যান তারা।
এই মুহূর্তে জন্নাতের মা-বাবার কাছে রয়েছেন নয়না। মহেশের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, নয়নাকে জন্নাত তার স্ত্রীর মতোই দেখেন। এমনকী ফোনেও তার নম্বর ‘বউ’ বলেই সেভ করা। ফোনে রয়েছে অনেক ঘনিষ্ঠ ভিডিও, ছবি। ওই দুই তরুণীর পরিবার তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন।-এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন