ভারতীয় সংবাদমাধ্যমে মুশফিকের বক্তব্যের ভুল ব্যাখ্যা!
ভারতকে চরম অসম্মান করলেন মুশফিক, শুনলে রাগে গা জ্বলে উঠবে! ভারতীয় দৈনিক এবেলার একটি প্রতিবেদনের শিরোনাম এটি। দেশটির প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দু’ লিখেছে, নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ হারের পরও ভারতে অনুষ্ঠেয় টেস্টকে ‘ঐতিহাসিক’ বলতে রাজি নন তিনি। আর দৈনিক ‘ডেকান ক্রনিকল’ খবরের শিরোনাম ‘ভারতের বিপক্ষে টেস্টকে ঐতিহাসিক বলে মনে করেন না মুশফিক’।
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে কয়েকদিন ধরে ভারতীয় সংবাদমাধ্যমে এভাবেই খবরগুলো প্রকাশিত হচ্ছে। যাতে তারা বোঝানোর চেষ্টা করেছে, মুশফিক তাঁর বক্তব্যের মাধ্যমে ভারতকে অপমান করেছেন!
ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলতে যাওয়ার আগে মুশফিকের মন্তব্যের যে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা এখন অনেকটাই পরিষ্কার। তাই অনেকেই সন্দেহ করছেন এটি হয়তো উত্তেজনা ছড়ানোর একটি চেষ্টা মাত্র!
অথচ ভারত সফরে যাওয়ার আগে মুশফিক মোটেও অসম্মান করে কথা বলেননি প্রতিপক্ষকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামলে যে রকম চাপ থাকবে, ভারতের বিপক্ষে খেলতে নামলে তেমন চাপ থাকবে না। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে হারাটা খুবই লজ্জার। তবে জিতলে খুব বড় কৃতিত্ব থাকবে না। তবে ভারতের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই।’
ভারতকে শক্তিশালী দল মনে করে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘ভারত এমন একটি দল, যাদের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। তারা টেস্ট ক্রিকেটে এক নম্বর দল। তবে পাঁচ বছর আগের চেয়ে এখন আমাদের দলটি আরো বেশি পরিণত। তাই ভারতে গিয়ে ভালো খেলে বিশ্ব ক্রিকেটকে আমরা তা জানাতে চাই। তাই ম্যাচটি নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত।’
ভারতকে অসম্মান করে কোনো কথা বলেননি বলেও উল্লেখ করেন মুশফিক, ‘ভারতে একটাই টেস্ট, ১৬ বছর পর খেলা; প্রতিপক্ষকে অসম্মান করে কথা বলার কোনো চিন্তা আমার মাথায় আসেনি।’
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে রোববার থেকে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন