ভারতের বিপক্ষে ম্যাচের আগেই ফিট হয়ে যাবো: ইমরুল
আগামী ৯ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগেই ইনজুরিতে জর্জরিত টাইগার শিবির। এই কাতারে আছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। তবে নিজেকে সম্পূর্ণ ফিট করতে সময়ের সঙ্গেই লড়াই শুরু করেছেন বাহাতি এই ব্যাটসম্যান।
রোববার মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কিছুক্ষণ সাইক্লিং করার পর মন্থর গতিতে দৌড়ান ইমরুল। পরে সাংবাদিকদের ইমরুল জানান, ‘আগের মতো ব্যথা নেই’। সাইক্লিং করলাম, রানিং করলাম, কোনো রকম ব্যথা হয়নি। ডাক্তারের সঙ্গে কথা বললাম। খেলা ৯ তারিখ থেকে। আমার মনে হয়, খেলা শুরুর আগে ফিট হয়ে যাবো।
মঙ্গলবার অন্য সতীর্থদের সঙ্গে ফিটনেস পরীক্ষা দিতে হবে ইমরুলকেও। এই ব্যাপারে ইমরুল জানান, ভারত সফরে তার যাওয়া নির্ভর করছে ফিজিওর রিপোর্টের ওপর।
ইমরুল বলেন, ভারতে যাওয়া নির্ভর করছে আমার আর ফিজিওর উপর। ফিজিও যদি ফিটনেস নিয়ে ভালো খবর দেন, তাহলে হয়তো (ভারত সফরে যাবো)। আর যদি নির্বাচিত না হই সেটা আলাদা কথা।
ভারত সফরে যেতে চান কী না? এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন, প্রতিটি খেলোয়াড় এমন সিরিজ খেলতে মুখিয়ে থাকে। কারণ, এমন জায়গায় আমরা খুব বেশি খেলতে পারি না। আমাদের এমন সিরিজ খেলার সুযোগ আসে না। এমন একটা সুবর্ণ সুযোগ সবাই পেতে চায়। আমরা সবাই এ রকম একটা সিরিজ নিয়ে রোমাঞ্চিত।
আগামী ৫ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ শুরু হবে। টেস্ট দলে থাকলেও সেই ম্যাচে ইমরুলের খেলার সম্ভাবনা খুব কম। তবে নিজেকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত রাখতে চান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন