ভারতের হয়ে এবার খেলতে চলেছেন এবি ডি’ভিলিয়ার্স!

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবারের আইপিএল খেলছেন ডি’ ভিলিয়ার্স। প্রায় সাত মাসের বেশি সময় আপনি ভারতের মাটিতে রয়েছেন এবিডি। এত দীর্ঘ সময় ধরে ভারতে রয়েছেন অথচ ভারতের নাগরিকত্ব নেবেন না
দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি’ ভিলিয়ার্স ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে চান। আর তার জন্য প্রয়োজনে এই বিধ্বংসী ব্যাটসম্যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলতে আগ্রহী। আর ভারতের নাগরিকত্ব গ্রহণ করলে তো ভারতীয় ক্রিকেট দলের হয়েও খেলবেন এবিডি। তখন আর ভারতকে আটকায় কে? যা ধরবে তাতেই তো সোনা ফলাবে ভারতীয় ক্রিকেট দল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবারের আইপিএল খেলছেন ডি’ ভিলিয়ার্স। মিস্টার নাগ নামের এক ব্যক্তি দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী ব্যাটকে প্রশ্ন ছুড়ে দেন, ভারতের বিরুদ্ধে সিরিজ, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এখন আইপিএল। প্রায় সাত মাসের বেশি সময় আপনি ভারতের মাটিতে রয়েছেন। এত দীর্ঘ সময় ধরে ভারতে রয়েছেন অথচ ভারতের নাগরিকত্ব নেবেন না কেন আপনি?
প্রশ্ন শুনেই ডি’ ভিলিয়ার্সের জবাব, ‘‘কেন নয়। আমি ভারতের নাগরিকত্ব নিতে চাই। এর জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাই।’’ পুরো বিষয়টাই কিন্তু মজার ছলে বলেছেন এবিডি। ভাবুন তো একবার। এবিডি, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি একই দলে। প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দেবে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন