শনিবার, জুলাই ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে উচ্ছেদ অভিযানে নিহত ২৪

ভারতের একটি পার্কে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

মথুরা শহরের একটি পার্ক দুবছর ধরে দখল করে থাকা একটি সম্প্রদায়ের কয়েক হাজার মানুষকে উচ্ছেদ করতে গেলে এ সংঘর্ষের ঘটনা।

নিহতদের মধ্যে পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাও আছেন। এ ঘটনায় তিন শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, আন্দোলনকারীরা গাছের ওপর থেকে গুলি চালায় এবং হাত-গ্রেনেড ছোঁড়ে। রান্না করার গ্যাস সিলিন্ডার ফেটে বেশ কয়েকজন বেসামরিক মানুষও মারা গেছে।

যারা দুবছর ধরে ওই পার্ক দখল করে অবস্থান বিক্ষোভ করছে, তারা একসময় এক ধর্মীয় গুরুর অনুসারী ছিলেন।

তবে পরে তাদের দাবিদাওয়া রাজনৈতিক চেহারা নেয়। তাদের দাবির মধ্যে ছিল, সংসদ বিলুপ্ত করতে হবে এবং অতি সস্তা দামে জ্বালানি দিতে হবে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহিংসতা সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

পুলিশ প্রধান জাভেদ আহমেদ জানিয়েছেন, দখলকারীদের উৎখাত করার জন্য আদালত নির্দেশ জারি করার পর তারা জওহরবাগ পার্কে পরিস্থিতি দেখার জন্য পুলিশের একটি দল পাঠিয়েছিলেন।

তার দাবি, ‘আন্দোলনকারীরা তখন পুলিশকে লক্ষ্য করে কোনো রকম উস্কানি ছাড়াই এবং কোনো হুঁশিয়ারি না দিয়েই গুলি চালাতে শুরু করে। তারা ইটপাটকেলও ছুঁড়তে শুরু করে। তাদের হামলায় পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা মারা গেছেন।’

তিনি বলেন, পরিস্থিতি আয়ত্তে আনতে বাড়তি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। কিছু বিক্ষোভকারী গুলিতে মারা গেছেন বলে পুলিশ বলছে।

তবে অন্তত ১১জন গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে মারা গেছে বলে তারা বলছে।

কারা এই আন্দোলনকারী?
মথুরার সবচেয়ে বড় পার্ক জওহরবাগ দুবছর ধরে দখল করে আছে যারা তারা আজাদ ভারত ভিদিক ভৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী নামে একটি গোষ্ঠির সদস্য। এরা গোড়াতে বাবা জয় গুরুদেব নামে একজন ধর্মীয় গুরুর অনুসারী ছিল।

২০০২ সালে ওই গুরুর মৃত্যুর পর তারা নিজেদের ‘বিপ্লবী’ বলে পরিচয় দেয় এবং বলে তারা ভারতের স্বাধীনতার নায়ক সুভাষ চন্দ্র বসুর আদর্শে উদ্বুদ্ধ।

এই গোষ্ঠীর সদস্যদের দাবি খুবই কট্টর- তারা চায় ভারতের সংসদ এবং প্রধানমন্ত্রীর পদ অসাংবিধানিক ঘোষণা করা হোক।

এছাড়াও ভারতে পেট্রল ও ডিজেল নামমাত্র দামে বিক্রি করার দাবি জানিয়ে তারা এই অবস্থান বিক্ষোভ করছে।

সূত্র: বিবিসি বাংলা।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের