ভারতে পাচারের সময় ২ শিশু উদ্ধার, নারী আটক
ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে দুই মেয়েশিশুকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শিশুরপাচার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে এক নারীকে।
খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ দুই শিশু ও নারীকে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে বিজয়নগর থানায় মামলা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পওন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের খোলা জায়গায় খেলছিল চার ও সাত বছর বয়সী দুই মেয়েশিশু। ওই সময় তাদের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় কৈশবপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী রত্না বেগম। শিশুদের ভারতে নিয়ে যাওয়ার উদ্দেশে সীমান্তবর্তী বিষ্ণুপুরের চক বাজার এলাকায় পৌঁছালে তাদের দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। লোকজন রত্না বেগম ও দুই মেয়েশিশুকে জিজ্ঞাসাবাদ করে পাচারের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। পাচার-চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুদের তাদের অভিভাবকদের কাছে দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ঈদুল আযহা উপলক্ষে চার দিনবিস্তারিত পড়ুন
সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধনবিস্তারিত পড়ুন