ভারত থেকে আসা পাহাড়ি ঢলে হঠাৎ বন্যা
দেশে দুই দিনের প্রবল বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে সীমান্তবর্তী ছাগলনাইয়ায় আকস্মিক বন্যায় বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে বাড়ি-ঘর, রাস্তাঘাট ও রোপা আমনের ফসলি ক্ষেত।
সীমান্তের ওপারে গত কয়েক দিন ধরে প্রবল ভারী বর্ষণের ফলে সীমান্তবর্তী মুহুরী, কহুয়া,ফুলছড়ি খাল ও ফেনী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার ফুলছড়ি,জঙ্গলমিয়া খালসহ সীমান্তঘেষা খালগুলো দিয়ে হু হু করে ধেয়ে আসা উজানের পানি জনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রবেশ করছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা।
বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে। ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক ও ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট, আগাম লাগানো শীলকালীন শাকসবজি ও রোপা আমনের উঠতি ফসলি জমির ক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে ।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ এলাকা, রাধানগর ইউনিয়নের উত্তর আধাঁর মানিক, জঙ্গলমিয়া বাজার এলাকা, মধুগ্রাম, পৌরসভার মটুয়া, হিছাছড়া, বাঁশপাড়া, পশ্চিম ছাগলনাইয়া, কুহুমা, ফুলছড়ি খালের পাড় ভেঙে উত্তর সতর এলাকা ও রৌশন ফকির মাজার এলাকায় আকস্মিক বন্যার পানিতে তলিয়ে গেছে ।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন