ভারত নিজ সার্থে বাংলাদেশকে ব্যবহার করছে: জোনায়েদ সাকি [ভিডিও]

ভারত আমাদের নিকটতম প্রতিবেশি, ভারতের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক। এককালে বাংলাদেশ ভারতের মধ্যকারই দেশ ছিলো। ১৯৪৭ ও ১৯৭১-এর পর বাংলাদেশ নিজের স্বীকৃতি পায়। আর যুদ্ধের সময় বাংলাদেশকে অনেকভাবে সাহায্য করেছে ভারত সেটা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
বৃহস্পতিবার রাতে ডিবিসি নিউজ এর রাজকাহন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি আরো বলেন, ভারত সব সময় বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসেবে সমর্থন জানিয়েছে। সে দিক দিয়ে ভারত ও বাংলাদেশ সমমর্যাদার দেশ। বাংলাদেশ-ভারত সম্পর্কের গত ৪৫ বছরে দেখা গেছে যে বাংলাদেশের স¦ার্থগুলো সঠিকভাবে পূরণ হচ্ছে না। আবার বর্তমান সময়ে এসেও দেখা যায় যে ভারতের ক্ষেত্রেও আমাদের অনেকগুলো স্বার্থের জায়গা ছিলো। যেমন সীমান্ত চুক্তি, নিরাপত্তা চুক্তি ছিলো। সেসব বিষয়গুলোকে ভারত বাংলাদেশের ওপর চাপিয়ে দিচ্ছে। আরও অনেক চুক্তি ইতিমধ্যে ভারত সম্পন্ন করেছে আর নামমাত্র শুল্ক দিচ্ছে বাংলাদেশকে। ভারতের পক্ষ থেকে যে সব চুক্তি করতে চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু টেবিলে আসছে। কথা হচ্ছে, বাংলাদেশের কোন চুক্তি নিয়ে ভারতের টেবিলে কথা হয় না। বাংলাদেশ ভারত নাকি বন্ধু রাষ্ট্র। কিন্তু সীমান্তের কাঁটা তারের বেড়া বলে দেয় যে ভারত আমাদের কতটা ভাল বন্ধু। প্রতিদিন সব সীমান্তে হত্যা করা হয় বাংলাদেশের সাধারণ নাগরিককে।
তিনি আরো বলেন, পানি বণ্টনের মধ্যে তিস্তা চুক্তি ও পানি সংরক্ষণের জন্য গঙ্গা ব্যারাজ প্রকল্প বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সে নদীর পানি আমরা পাচ্ছি না। তারা সকল নদী থেকে পানি প্রত্যাহার করে চলছে। তারা দ্রুত আন্তঃনদী সংযোগের কথা ভাবছে। সেটা হলে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ভয়াবহ বন্যা দেখা দেবে।
জুনায়েদ সাকী আরও বলেন, ভারত প্রতিরক্ষা চুক্তির জন্য এগিয়ে এসেছে, কারণ তারা এখন বাংলাদেশকে পরিচালনা করতে চাচ্ছে। আর এখন যদি তিস্তা চুক্তি না হয় তাহলে সেটা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিপক্ষে যায়, অর্থাৎ দেশের স্বার্থের সঙ্গে সংঘাত ঘটে। এই ধরনের কোনও চুক্তি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।
https://youtu.be/1OkI6uvZj6s
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন