ভারত-বাংলাদেশ
সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত শেষ করার নির্দেশ মোদির

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণকাজের পর্যালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্মকর্তাদের দ্রুত বেড়া নির্মাণ কাজের সমাপ্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ দ্রুত শেষ করতে পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে এমন রাজ্যগুলোর মুখ্য সচিবদের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার নয়াদিল্লীতে এক বৈঠকে বেড়া নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর জন-ধন যোজনা প্রকল্প সংক্রান্ত কিছু অসন্তোষের বিষয় পর্যালোচনা করেন এবং এ প্রকল্পের সুবিধা সম্পর্কে জনগণকে জানাতে বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা শুরুর নির্দেশ দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী হাইওয়ে, রেলওয়ে, বিদ্যুৎ, কয়লা ও বিমানবন্দর খাতে অবকাঠামো প্রকল্পসমূহের কাজের অগ্রগতির সর্বশেষ অবস্থা জানতে চান।
প্রধানমন্ত্রী রেলওয়ের বিশেষ করে স্যানিটেশন সংক্রান্ত জনঅসন্তোষ পর্যালোচনা করেন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে যেসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কে তাকে ব্রিফ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন