ভারত ভুখন্ড থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুরের গরু ব্যবসায়ী হাশেম মন্ডল হত্যা মামলার পলাতক আসামী আসাদ আলীর (২২) লাশ উদ্ধার করেছে ভারতের হাঁসখালী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আসাদ মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের আকবর আলী ছেলে। মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটেলিয়ানের পরিচালক ল্যা: কর্নেল তাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব জানান, মহেশপুরের বাঘাডাঙ্গা বিওপি থেকে দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে কুলগাছি গ্রামে আসাদ আলী গত ৬ মাস ধরে আত্মগোপন করে ছিল। ২০১৫ সালের ৩ জুলাই রাতে সীমান্তের ইছামতি নদীর ধারে দুইদল গরু পাচারকারীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে মহেশপুরের পলিয়ানপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে হাশেম মন্ডল (২৫) ছুরিকাঘাতে খুন হন। এ মামলার পলাতক আসামীদের মধ্যে অন্যতম ছিলেন আসাদ। ওসি আরো জানান, পলাতক অবস্থায় ভারতের কুলগাছি গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মৃত্যু বরণ করেছে বলে তারা জানতে পেরেছেন। বৃহস্পতিবার বিকালে মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটেলিয়ানের পরিচালক জসিম উদ্দীন বিভিন্ন সুত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমকে জানান, সকাল সাড়ে ৯ টার দিকে ভারতের কুলগাছি গ্রামে আসাদ নামের এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে ভারতের হাঁসখালী থানা পুলিশ। তবে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে কিছুই জানানো হয়নি বলে জানান তিনি ।এ বিষয়ে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল আমীন জানান আসাদের লাশ ফেরত পাওয়ার জন্য তার পিতা একটি লিখিত আবেদন করেছেন। তবে প্রতিপক্ষ বিএসএফ এর চিঠি পাওয়ার পরে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন