ভারত- শ্রীলঙ্কার সঙ্গে তিনজাতির সিরিজ খেলবে বাংলাদেশ

ভারত- শ্রীলঙ্কার সঙ্গে তিনজাতির একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টের প্রথম দিনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সে সময় পাপন বলেন, ‘শ্রীলঙ্কার স্বাধীনতার ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি সিরিজ হবে। সেখানে ভারতের খেলার কথা ছিল। এখন শ্রীলঙ্কা আমাদের প্রস্তাব দিয়েছে। আমরা তাতে রাজি হয়েছি।’
পাপন জানিয়েছেন, ২০১৮ সালের মার্চের ১৫ তারিখ থেকে সিরিজটি শুরু হবে। টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজটিতে মোট সাতটি ম্যাচ থাকবে। অর্থাৎ একেক দল দুইবার করে পরস্পরের মুখোমুখি হবে। আর একটি ম্যাচ ফাইনাল।
সে সময়ে আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের একটি সিরিজের কথা আছে। পাপন জানান, এ বিষয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কথা হয়েছে এবং সময় সমন্বয় করে নেয়ার ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দিয়েছে।
এ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে শততম টেস্ট খেলছে বাংলাদেশ। টেস্টের শুরুতে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাপনও।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন