ভালবাসা দিবসে ‘অরণ্যের’ প্রতি পুলিশ অফিসারের অকৃত্রিম ভালবাসা

ঝিনাইদহের কালীগঞ্জের জঙ্গলে পাওয়া সেই শিশু অরণ্যকে ভালবাসতে ভুলে যাননি কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। তাই বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে গতকাল সোমবার রাতে দুর থেকে অরণ্যের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন তিনি।
অকৃত্রিম ভালবাসার উদাহারণ হিসেবে তিনি অরণ্যকে দীর্ঘদিন পরেও মনে রেখেছেন। নিজে আসতে না পারলেও তার জন্য পাঠিয়েছেন হরলিক্স, পোশাকসহ বিভিন্ন উপহার সামগ্রী। ২০১৫ইং সালের ১৭ ডিসেম্বর সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের একটি কবর স্থানের জঙ্গলে সদ্য ভুমিষ্ট নবজাতক শিশুকে এলাকাবাসী পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেন। পরে থানার সাবেক ওসি আনোয়ার হোসেন নিজে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
জঙ্গলে পড়ে পাওয়ায় তার নাম রাখেন অরণ্য। শিশুটিকে পাওয়ার পর তাকে ডাক্তার দেখানো, দুধ ও পোশাক পরিচ্ছেদ কিনে দেওয়াসহ নাম রাখার প্রথম কাজটি করেছিলেন তিনি। পরে ওসি আনোয়ার হোসেনের কাছ থেকে শিশুকে দত্তক নেন গোপালপুর গ্রামের বসির আহম্মেদ ও আমেনা খাতুন দম্পত্তি। সেই পালিত পিতা মাতার কাছে বড় আদর যত্নে দিন দিন বড় হচ্ছে অরণ্য। আজ তার বয়স হয়েছে ১ বছর ২ মাস। বিশ্ব ভালবাসা দিবসে জঙ্গলে কুড়িয়ে পাওয়া অরণ্যের জন্য এই অফিসারের অন্য রকম ভালবাসার জন্ম দিয়েছে। ওসি আনোয়ার হোসেন বর্তমানে মেহেরপুর জেলার গাংনী থানায় কর্মরত রয়েছেন। এখনো তিনি শিশু অরণ্যের খোঁজ খবর রাখেন।
মুঠোফোনে এ পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশের মনে কি ভালবাসা থাকতে পারেনা ? পুলিশের মনেও আবেগ, অনুভুতি, ভালবাসা আছে। শিশুটির কথা প্রায়ই মনে পড়ে। ইচ্ছা থাকা সত্বেও যেতে পারি না। দুর থেকে ফোনে ওর খোঁজ খবর নিই। বিভিন্ন সময় বিভিন্ন মানুষদের দিয়ে ওর জন্য সাধ্য মত উপহার সামগ্রী পাঠাই। আর বিশ্ব ভালবাসা দিবসে অরণ্যের প্রতি তো বিশেষ রকম ভালবাসা থাকতেই পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন