ভালো আছে মুক্তামণি

‘ভালো আছে মুক্তামণি। ২৪ ঘণ্টা তো শেষ হলো। এখন পর্যন্ত কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি।’ সোমবার সকাল সোয়া ৯টায় মুক্তামণির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ঠিক এভাবেই জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান চিকিৎসক অধ্যাপক ডা. আবুল কালাম।
গতকাল শনিবার মুক্তামণির অস্ত্রোপচারে নেতৃত্বদানকারী এ চিকিৎসক আরও বলেন, ‘অস্ত্রোপচার পরবর্তী সময়ে ক্ষতস্থান থেকে রক্তপাতসহ বিভিন্ন জটিলতার আশঙ্কা থাকলেও আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। মুক্তামণির শারীরিক অবস্থা সার্বক্ষণিক মনিটরিংয়ে বিশেষ চিকিৎসক টিম কাজ করছে।’
উল্লেখ্য, গতকাল শনিবার (১২ আগস্ট) মুক্তামণির ডানহাতে অস্ত্রোপচারে প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি ও অ্যানেসথেসিয়ার চিকিৎসক, নার্স ও অন্যান্য সহযোগী স্টাফসহ ৩৫ সদস্যের একটি মেডিকেল টিম অংশগ্রহণ করেন। প্রথম দফায় অস্ত্রোপচারে মুক্তামণির হাত থেকে তিন কেজি ওজনের বাড়তি মাংস অপসারণ করা হয়।
অস্ত্রোপচার পর এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. আবুল কালামসহ অন্যান্য চিকিৎসকারা জানান, মুক্তামণির আরও কয়েক দফা অস্রোপচারের প্রয়োজন হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
রাজধানী ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে বাসা থেকে ডেকেবিস্তারিত পড়ুন

‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, “কিছু উপদেষ্টা আছেন যারাবিস্তারিত পড়ুন

শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশেরবিস্তারিত পড়ুন