বুধবার, মে ১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনা নিয়ে ছবি, কে হচ্ছেন বিক্রম, জানা গেল অবশেষে

‘গতি’তে নেই অনিন্দ্য। তাহলে কি ছবিতে বিক্রমের চরিত্রে সাহেব ভট্টাচার্য? চলছে জল্পনা।

শঙ্কুদেব পণ্ডার পরের ছবিতে অভিনয় করেছন না অনিন্দ্য চট্টোপাধ্যায়। জানাচ্ছেন অভিনেতা নিজেই। এমনকী, পরিচালকের পরের ছবির প্রধান চরিত্রে তাঁর অভিনয় করার প্রসঙ্গে যা শোনা গিয়েছিল তার পুরোটাই রটনা, দাবি অনিন্দ্যর।

তৃণমূলের ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডার পরিচালক হিসেবে হাতেখড়ি ‘কমরেড’ ছবির মাধ্যমে। গত ২১ জুলাই মুক্তি পেয়েছিল ‘কমরেড’। ছবির প্রেক্ষাপট ছিল ২০০৬-২০০৭ সালের পশ্চিমবঙ্গ। শিল্পায়নের নামে চাষযোগ্য জমি কেড়ে নেওয়ার প্রতিবাদে কীভাবে রুখে দাঁড়িয়েছিলেন কৃষকরা, সেই প্রেক্ষিতে ছবির চিত্রনাট্য লিখেছিলেন শঙ্কুদেব। দ্বিতীয় ছবির বিষয়বস্তু হিসেবে গত ২৯ এপ্রিল ভোরে লেক মলের সামনে বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনা এবং সোনিকা সিংহ চৌহানের মৃত্যুকেই বেছে নিয়েছেন পরিচালক। ছবির নাম রেখেছেন ‘গতি’। এই প্রসঙ্গেই শোনা গিয়েছিল, ছবিতে বিক্রমের চরিত্রে অভিনয় করতে পারেন অনিন্দ্য। যদিও ‘গতি’র বিষয়ে তাঁর সঙ্গে শঙ্কুদেবের কোনও কথাই হয়নি, জানাচ্ছেন অনিন্দ্য। অভিনেতার সাফ কথা, ‘‘বলিউডের অনেক পরিচালকের সঙ্গেই তো আমি কাজ করতে চাই। কিন্তু তাঁরা কি আদৌ আমার সঙ্গে কাজ করতে চান? এই বিষয়টাও সেই রকমই। শঙ্কুদেবের সঙ্গে আমার ‘গতি’র বিষয়ে কোনও কথাই হয়নি। আর নভেম্বর অবধি আমার কাছে কোন ডেটও ফাঁকা নেই। তাই নতুন কোনও ছবিতে অভিনয় করার প্রশ্নই ওঠে না।’’

‘গতি’তে নেই অনিন্দ্য।

ইতিমধ্যেই ‘গতি’র প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়ে গিয়েছে, জানাচ্ছেন শঙ্কুদেব। ছবির বিষয়ে তাঁর সঙ্গে অনিন্দ্যর কোনও কথা হয়নি, জানাচ্ছেন তিনিও। শঙ্কুদেবের কথায়, ‘‘আগামী এক মাসের মধ্যে ছবিটা নিয়ে ফ্লোরে যাব। ছবিতে অনিন্দ্যর কাজ করার ব্যাপারে যা শোনা যাচ্ছে, তা পুরোটাই গুজব। এর কোনও সত্যতা নেই।’’

শোনা যাচ্ছে, ‘গতি’র নায়কের চরিত্রে নাকি সাহেব ভট্টাচার্যকে কাস্ট করতে চলেছেন পরিচালক। তবে এই প্রসঙ্গে শঙ্কুদেবকে প্রশ্ন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। পরিচালক জানাচ্ছেন, ২৯ এপ্রিলের দুর্ঘটনার বিষয়ে অনেক অজানা তথ্য দেখানো হবে এই ছবিতে। তাঁর কথায়, ‘‘টানটান উত্তেজনার ছবি হবে, এটা হলফ করে বলতে পারি। দুর্ঘটনার জন্য আসলে দায়ী কে, সেটাই ডিকোড করার চেষ্টা করব ছবিতে।’’ শোনা গিয়েছিল, ছবিতে অভিনয় করতে পারেন শতরূপা পাইন। কিন্তু এই অভিনেত্রীর ‘গতি’তে অভিনয়
করার কোনও সম্ভাবনা নেই, সাফ জানাচ্ছেন শঙ্কুদেব।

এই সংক্রান্ত আরো সংবাদ

এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে অনেক আগেই দাম্পত্যবিস্তারিত পড়ুন

বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি

ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিতবিস্তারিত পড়ুন

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেছে কয়েকজন চলচ্চিত্র শিল্পী। সেখানকারবিস্তারিত পড়ুন

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত হবেন সাদি মহম্মদ
  • কে কোন ক্যাটাগরিতে জিতলেন অস্কার?
  • রাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরীমনির
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • আর অভিনয় করতে পারবেন না সামান্থা!
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?