ভালো মানুষ হওয়ার আকাঙ্ক্ষা মুস্তাফিজের

কথাবার্তা খুব একটা বলেন না। সংবাদমাধ্যমকেও প্রায় এড়িয়েই চলেন। মুস্তাফিজুর রহমান নিজেকে সবচেয়ে ভালোভাবে চেনাতে পারেন শুধুই বল হাতে। বাঁহাতি পেসের অসাধারণ কারুকাজ দিয়ে যখন ব্যাটসম্যানদের দিশেহারা করে দেন, তখন খুব ভালোমতোই চিনতে পারা যায় তরুণ এই ক্রিকেটারকে। ক্রিকেট বিশ্বে এখন যাঁকে আদর করে ডাকা হয় ‘ফিজ’ বলে।
তরুণ, প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নিজের যোগ্যতা খুব অল্প সময়ের মধ্যেই প্রমাণ করে ফেলেছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নয়নের মনি। কিন্তু শুধু ক্রিকেটার হিসেবেই না, একজন ভালো মানুষ হিসেবেও মানুষের মনে জায়গা করে নিতে চান মুস্তাফিজ। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলে খেলতে গিয়ে এমন কথাই বলেছেন কাটার মাস্টার।
২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই বাজিমাত করেছিলেন মুস্তাফিজ। অসাধারণ বোলিং করে বড় ভূমিকা রেখেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের পেছনে। এরপরই অবশ্য পড়েছিলেন ইনজুরির কবলে। সেই ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ২১ বছর বয়সী এই ক্রিকেটার। এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচেও দেখাতে পারেননি আশানরুপ নৈপুণ্য। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর আগ্রহের কমতি নেই মুস্তাফিজকে নিয়ে। সাক্ষাৎকারের জন্য ভিড় করছেন অনেকেই। বার্তা সংস্থা আইএএনএস-কে দেওয়া তেমনই এক সাক্ষাৎকারে ফিজ বলেছেন, ‘খুব বেশি সাফল্য পেয়ে গেছি- এমন ভাবনা আমি কখনোই মাথায় আনি না। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন অনেক বড় কিছু করার ব্যাপারে। কিন্তু আমি সেগুলো ভাবি না। আমি যদি একজন বড় ক্রিকেটার হতে নাও পারি, তবুও আমি একজন ভালো মানুষ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই।’
আইপিএলের গত মৌসুমে ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এবারের মৌসুমে অবশ্য এখন পর্যন্ত খেলতে পেরেছেন মাত্র একটি ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সেই ম্যাচে ২.৪ ওভার বল করে দিয়েছেন ৩৪ রান। পাননি কোনো উইকেট। এবারের মৌসুমে কোনো লক্ষ্য নির্ধারণ করেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ফিজ বলেছেন, ‘আমি সেভাবে কোনো লক্ষ্য স্থির করিনি। আমি সবসময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি আর দিনশেষে দলকে জেতানোর চেষ্টা করি।‘
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন