ভালো হতে চান জঙ্গিদের স্ত্রীরা
রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে আটক জঙ্গি জামানের স্ত্রী শাহেলা আরেফিন আদালতে বলেছেন, ‘আমাদের স্বামীরা যা বলেছেন আমরা তাই করেছি।
এখন আমরা ভুল বুঝতে পেরেছি। আমরা ভুল করেছি। এখন আমরা ভালো হতে চাই। ভালোভাবে জীবন-যাপন করতে চাই।’
রোববার তাদের ঢাকা মহানগর হাকিম নুর নবীর আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী কমিশনার আহসানুল হক।
এ সময় বিচারক তাদের কাঠগড়ায় আসতে বলেন। কাঠগড়া আসার পর তাদের জিজ্ঞেস করেন আপনাদের কিছু বলার আছে। এসময় জঙ্গি জামানের স্ত্রী শাহেলা আরেফিন বিচারককে উদ্দেশ্য করে এ কথাগুলো বলেন।
শুনানি শেষে আদালত প্রত্যেকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- জঙ্গি শাকিলের স্ত্রী আরেফিন প্রিয়তি, তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ও জামানের স্ত্রী শাহেলা আরফিন।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যার পর আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে একজন নিহত হয়। এ সময় এ তিন নারীকে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
অভিযান চালাতে গিয়ে এ নারী জঙ্গিদের ছুরিকাঘাতে ও মরিচের গুড়ায় সেদিন ৫ পুলিশ সদস্য আহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন