ভাষা সৈনিক সুলতান বইমেলার উদ্বোধন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে সপ্তাহব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এ মেলা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকাশনার পক্ষ থেকে বইয়ের স্টল দেয়া হয়েছে।
মেলায় প্রথম দিনেই বিভাগীয় লেখক পরিষদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ভাষা আন্দোলনের ৬৪ বছর উপলক্ষে ‘কালের আরশি’ স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিল ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর্জা আবুল কালাম দুলাল, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজালাল, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজু।
মেলায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস অন্তরে লালন করে নতুন প্রজন্মকে শুদ্ধভাবে বাংলা ভাষা শিক্ষা ও প্রয়োগের আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও পঞ্চগড়ের সন্তান প্রয়াত ভাষা সৈনিক মোহাম্মদ সুলতানের নামে মেলার নামকরণ করা হয়েছে এবং মেলার মূল তোরণটি আরেক ভাষা সৈনিক আব্দুল কাদিরের নামে করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন