ভাড়া নেই, দেহ আছে…
ভাড়া ছিল ২৬.৫০ পাউন্ড। সম্প্রতি ট্যাক্সি চালক তার নারী যাত্রীকে গন্তব্যে নামিয়ে দিয়ে ভাড়া চাইতে গেলেই বিপত্তি বাধে। নারী যাত্রী ভাড়া দিতে অস্বীকার করে বসেন। ভাড়ার পরিবর্তে গাড়ি চালকের কাছে নিজেকে সোপর্দ করার প্রস্তাব দিয়ে বসেন। বলেন, গাড়ির ভেতরই কাজ সারতে প্রস্তুত সে।
এভাবে প্রকাশ্যে নারীর সঙ্গ পাওয়ার প্রস্তাবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান গাড়ি চালক। নিজেকে কিছুটা সামলে নেন গাড়ি চালক। বলেন, না সেক্স করবো না, আপনি আমার ভাড়া দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাঁধে হট্টগোল। শেষ পর্যন্ত ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়।
লিউড ক্রোক জেমা পিনকারটন (২৫) নামে ওই নারী যুক্তরাজ্যের প্লেমাউথ থেকে যাচ্ছিলেন ডেরিফোর্ড হাসপাতাল এলাকায়। ট্যাক্সিতে ওঠার পর লিউড চালককে টার্গেট করে নানা অসংলগ্ন কথা বলতে থাকেন। গাড়ির সামনের আসনে চালকের সঙ্গে বসেছিল লিউড ক্রোক। কিছুক্ষণ পর চালকের গালে চুমুও খায় লিউক।
তখন লিউক চালককে ৪০ থেকে ৫০ পাউন্ডের বিনিময়ে কু প্রস্তাব দেয়। কিন্তু বেরসিক চালক তাতে কর্নপাত করছিল না। লিউক চলন্ত অবস্থায় ট্যাক্সি চালককে নানা ধরনের যৌন নির্যাতন শুরু করে। নির্দিষ্ট গন্তব্যে আসার পর ২৬.৫০ পাউন্ড ভাড়া পরিশোধ করতে বলে চালক। তখন লিউক ভাড়ার পরিবর্তে ফের তাকে কু প্রস্তাব দেয়।
এ পর্যায়ে লিউক চালককে হুমিক দিয়ে বলেন, আমার প্রস্তাবে রাজি না হলে তোমার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করবো এবং লোক জড়ো করবে। অবস্থা বেগতিক দেখে ট্যাক্সি চালক তখন লিউককে গাড়ি থেকে নামিয়ে দেয়। নামার আগে গাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে লিউক।
পরে ট্যাক্সি চালক পুলিশকে ঘটনাটি জানালে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। বিচারক লিউক ক্রোককে ৩০ মাসের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে আদালত ট্যাক্সি চালককে যৌন নির্যাতন, সাধারণ নির্যাতন, গাড়ির ক্ষতি এবং ভাড়া পরিশোধ না করার অভিযোগ প্রমাণিত হয়।
আদালতের তরফ থেকে বলা হয়, লিউক ক্রুডের বিরুদ্ধে ইতিমধ্যে ৬৪টি অভিযোগ করা হয়েছে। যার মধ্যে ৩৬টি অভিযোগের সাজা হয়েছে। গত বছরে জুলাইতে এই ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন