ভিক্ষুকদেরকে একদিনের বেতন দিলো পুলিশ
ভিক্ষুক মুক্ত নগরী গড়তে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান। খুলনা বিভাগীয় ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচিতে খুলনা রেঞ্জ পুলিশের ১০ জেলার সব পুলিশ সদস্য তাদের একদিনের বেতনের টাকা দান করেছেন।
শনিবার নড়াইলে খুলনা রেঞ্জ পুলিশের মাসিক কনফারেন্সে এই টাকার চেক তুলে দেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
পুলিশ সদস্যদের একদিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এর মাধ্যমে খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদের কাছে প্রদান করেন।
খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান জানান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদের নেতৃত্বে খুলনা বিভাগীয় ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচি গত তিন মাস ধরে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচিকে সফল করতে খুলনা রেঞ্জের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার সব পুলিশ সদস্য তাদের একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নেন। এরই অংশ হিসেবে আজ নড়াইলে খুলনা রেঞ্জ পুলিশের মাসিক সভায় পুলিশ সদস্যদের একদিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার এই চেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মাধ্যমে খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদের হাতে দেয়া হয়।
খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, গত চার মাস আগে থেকে খুলনা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে খুলনা জেলাসহ বিভাগে ভিক্ষুক মুক্তকরণ, কর্মসংস্থান ও পুর্নবাসন কর্মসূচি গ্রহণ করা হয়। খুলনা জেলায় তিন হাজার ৫৫১ জন ভিক্ষুককে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার ভিক্ষুককে বিভিন্ন কর্মসূচির আওতায় পুর্নবাসন করা হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে চায়ের দোকান, সেলাই মেশিন, ভ্যান বিতরণ, পুরাতন/নতুন কাপড় বিক্রি, কাঁচামালের ব্যবসা, ঝালমুড়ি সরঞ্জাম, মুদির দোকান, ডিম বিক্রি, পানের দোকান, বাদাম বিক্রি ও ওজন মাপার যন্ত্র। এছাড়া যারা অক্ষম, তাদেরকে রেশনিংয়ের আওতায়, ১০ টাকা কেজি দরে চালের আওতায়, ৪০ দিনের কর্মসূচি, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ও খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনিরুজ্জামান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন খুলনা র্যাব-৬-এর সিইও খন্দকার রফিকুল ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান ও একরামুল হাবিব। এ ছাড়া এই কনফারেন্সে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন