ভূমিকম্পের আতঙ্কে দুজনের মৃত্যু

সুনামগঞ্জে ভূমিকম্পের সময় আতঙ্কে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই কারণে একজন আহত।
নিহত দুজন স্কুলছাত্রী শামীমা বেগম (১৪) ও হিরন মিয়া (৫৫)। গুরুতর আহত হয়েছে মাদ্রাসাছাত্র নাজিউর রহমান (১৩)। শামীমা ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত শামীমা বেগম ভূমিকম্পের সময় ছাতক পৌরশহরের চারতলা বাসা থেকে দৌড়ে নামতে গিয়ে সিঁড়ি থেকে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাকে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন, জগন্নাথপুর উপজেলায় আসামপুর গ্রামের হিরণ মিয়া ঘর থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে বারান্দার গ্রিলের সঙ্গে আঘাত পান। পরে তাকে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাথার আঘাত লাগার পর হিরণ আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক সুজা মামুন জানান, নিহত শামীমা বেগমের বাবা শামসুল হক ছাতক সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি পরিবার নিয়ে কারখানার ভেতরের একটি চারতলা ভবনে থাকেন। বিকেলে ভূমিকম্পের সময় পরিবারের অন্যদের সঙ্গে ঘর থেকে বের হয়ে দৌড়ে নিচে নামার সময় সিঁড়ি থেকে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায় শামীমা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন