শুক্রবার, মে ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভূমিমন্ত্রীর কাঁধে সন্তানের লাশ

পৃথিবীর সবচেয়ে কষ্টের বিষয় বাবার কাঁধে সন্তানের লাশ। আর এই প্রচণ্ড কষ্টটি পেলেন বাবা পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু।

আজ শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে টাঙ্গাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ভূমিমন্ত্রীর ছেলে রানা শরীফ। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। বেশ কয়েক মাস আগে রানার একমাত্র মেয়ে দশম শ্রেণির ছাত্রী মারা যায়। এসব ঘটনায় রানা বেদনাসিক্ত ছিলেন।

এদিকে রানার মৃত্যুর ঘটনায় পুরো পাবনায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ জানাজার আগে ছেলে রানা শরীফের লাশ সামনে রেখে বাবা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ‘পৃথিবীর সবচেয়ে কষ্টের বিষয় বাবার কাঁধে সন্তানের লাশ। আমার বয়স ৭৮ বছর। অথচ আমার তরতাজা ছেলেকে আল্লাহ নিয়ে গেল। আপনারা আমার ছেলেকে ক্ষমা করবেন। কোনো দেনা পাওনা থাকলে তা আমি পরিশোধ করব।’

ঈশ্বরদী পৌরসভার মেয়র ও ভূমিমন্ত্রীর জামাতা আবুল কালাম আজাদ মিন্টু বলেন, মেয়ের মৃত্যুর পর হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন রানা শরীফ। স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য মাইক্রোবাসে করে আজ সকালে ঢাকার উদ্দেশে রওনা হন রানা শরীফ। পথে বঙ্গবন্ধু সেতু পার হয়ে টাঙ্গাইল সীমানায় পৌঁছালে দুর্ঘটনায় পড়ে তাঁদের গাড়িটি। দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত রানা শরীফকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পাঁচ ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে চতুর্থ সন্তান রানা শরীফ। পাঁচ ভাইয়ের মধ্যে রানা শরীফ ছিলেন দ্বিতীয়।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে পরিবারের স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে রানা শরীফের মরদেহ নিয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে ঈশ্বরদীতে পৌঁছান। মরদেহ আসার পর স্বজন, এলাকাবাসী, দলীয়, সামাজিক, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

এ সময় মন্ত্রী ডিলু, তাঁর স্ত্রী কামরুন্নাহার শরীফ, মেয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়াসহ অন্যান্য ভাইবোন ছিলেন নির্বাক। কেউ কেউ ডুকরে ডুকরে কাঁদছিলেন। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস।

এশার নামাজের পর রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রানা শরীফের জানাজা হয়। পরে তাঁকে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, ভূমিমন্ত্রীর ছেলের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নুসহ পাবনার সংসদ সদস্যরা শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ