ভেঙে যাচ্ছে ছাত্রলীগের ‘মৌচাক’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবাসিক হলগুলোতে পরিবর্তন আসছে। জট পাকিয়ে মৌচাকের মতো একটি হলে থাকার সুযোগ হারাচ্ছে ছাত্রসংগঠনগুলো। আবাসিক হলে থাকতে হলে অ্যালটমেন্ট অবশ্যই থাকতে হবে, আর অন্য হলে থাকার অনুমোদন থাকলে এখন তাদের স্ব স্ব হলে ফিরে যেতে হবে। এছাড়াও অস্থায়ীভাবে যেসব শিক্ষার্থীকে হলে থাকার অনুমতি দেয়া হয়েছিল তাও বাতিল করা হচ্ছে।
এ সংক্রান্ত একটি চিঠি রোববারই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক আবাসিক হলের প্রভোস্টের কাছে প্রক্টর অফিস থেকে পাঠানোর কথা রয়েছে। অস্থায়ীভাবে যেসব শিক্ষার্থী আবাসিক হলে থাকার অনুমতি পেয়েছিল তাদেরকেসহ অন্য সাধারণ শিক্ষার্থীদের ২৭ মার্চ-১৩ এপ্রিল এর মধ্যে ফরম নিয়ে পুনরায় আবেদন করতে বলা হয়েছে ।
এ ব্যবস্থা চালু হলে বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে বহিরাগত ঠেকানোর পাশাপাশি সব ধরনের অনিয়ম দূর হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও বৈধ যেসব সাধারণ শিক্ষার্থী হলে থাকতে পারত না তারাও নিরাপদে থাকতে পারবে বলে তাদের আশা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে ভালো দিক বলে মনে করছেন আবাসিক শিক্ষার্থীরা। এ ধরনের সিদ্ধান্ত প্রশাসন আরো আগে নিতে পারতো কিন্তু নেয়নি বলে ক্ষোভ প্রকাশও করেন তারা।
আলাওল হলের যোগাযোগ ও সাংবাকিতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পাভেল আহমেদ বলেন, ‘যদি এ সিদ্ধান্ত সকল ক্ষেত্রেই সমান হয় তাহলে ঠিক আছে। তবে এটি যেন কারও জন্য বুক আর কারোর জন্য পিঠ না হয়।’
এ সিদ্ধান্তের ব্যাপারে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড.কামরুল হুদা বলেন, ‘সাধারন শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশাকরি হলগুলোতে আর কোনো প্রকার অনিয়ম থাকবে না।’
আবাসিক হলের প্রভোস্ট কমিটির সভাপতি সুলতান আহমেদ বলেন, ‘এ সিদ্ধান্তের ফলে অনুমোদিত হল ছাড়া কোনো শিক্ষার্থী চাইলেও অন্য হলে থাকতে পারবে না। থাকলে আমরা আইন মোতাবেক ব্যবস্থা নিব।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় থেকে শিবির উচ্ছেদের পর বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা জটলা করে থাকে। এখনও শাহজালাল হলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির সমর্থিত ছাত্রলীগ ও শাহ আমানত হলে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগ থাকে। অন্য হলগুলোতে তারা নিজেদের মতো ভাগবাঁটোয়ারা থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন