শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

নালিশেই খালেদা জিয়ার বেশি মনযোগ : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আজকে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হচ্ছে। যার যার প্রতীক দিয়েই এই ইলেকশন। সেই ইলেকশনে খুব যে একটা তাদের (বিএনপি ও খালেদা জিয়ার) গরজ তাও তো দেখি না। কেমন যেন একটা ভাসা ভাসা ভাব।’

আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, ‘কেবল বক্তৃতার পর বক্তৃতাই দিয়ে যাচ্ছে- এটা হলো না, ওটা হলো না। ইলেকশনে তাদের কর্মকাণ্ডটা কোথায়? শুধু নালিশ করা। তো নালিশ করে কি হচ্ছে- নালিশ করে বালিশ ভাঙ্গা… আর মুখে জুতার বাড়ি।’

প্রধানমন্ত্রী আজ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর সততার আদর্শেই দেশকে এগিয়ে নেওয়ার আহ্বন জানান।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৪৮ সালে বঙ্গবন্ধুর ভাষার দাবিতে আন্দোলন থেকে শুরু করে ৬ দফা, ১১ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯ গণঅভ্যুত্থানসহ দেশের ২৪ বছরের সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধুর জেল-জুলম-নির্যাতন সহ্য করা আর বাঙালিদের বঞ্চনার ইতিহাসের খণ্ডচিত্র তাঁর দীর্ঘ ৫০ মিনিটের বক্তৃতায় উঠে আসে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি শুধু নালিশই করে যাচ্ছে। কোথাকার কোন ব্রিটিশ এমপি নিয়ে এসে তার কাছেই চলছে নালিশ। সে নিজেই তার দেশে অপকর্মের জন্য এক্সপেলড হয়ে গেছে।’

‘সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যাকে নিয়ে আসলো আহ্লাদ করে তার অবস্থানটা কোথায়। একটু খোঁজ নিয়ে দেখেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে তিনি তিন মাসের জন্য এক্সপেলড। মানে হচ্ছে- রতনে রতর চেনে, কী জিনিস আনতে হবে সেটা তারা বোঝে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা সব সময় মনে করি আমরা জাতির পিতা শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়। আমরা নিজেদের ঘাম নিজেদের শ্রম নিজেদের রক্ত দিয়ে যা কামাই করব সৎ পথে কামাই করে যদি নুন ভাত খাই তা আমাদের কাছে অনেক মূল্যবান। চুরি করে, ভিক্ষা করে বিরিয়ানি খাওয়ার চেয়ে অন্তত এই নীতিতে বিশ্বাস করি এবং আমি মনে করি, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তাদেরর সেই চিন্তা থাকা উচিত। সেভাবেই দেশকেও এগিয়ে নিতে হবে এবং দেশের মানুষের মধ্যেও আত্মমর্যাদাবোধ গড়ে তুলতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কারো কাছে হাত পেতে চলবে না। এখানে নীতির প্রশ্ন, যে আমরা ভিক্ষা করে চলব, না আমরা নিজের পায়ে দাঁড়াবো। আর বিএনপি যখন ক্ষমতায় থাকে তাদের বক্তব্য হল বাংলাদেশে যদি খাদ্য ঘাটতি থাকে, দেশ যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়। তবে, বিদেশ থেকে ভিক্ষা পাওয়া যায়, অনুদান পাওয়া যায়। ডোনেশন পাওয়া যায়। কিন্তু, আমাদের নিয়তটা সম্পূর্ণ ভিন্ন।

বার্তা সংস্থা বাসস জানায়, জাতীয় সংসদের উপনেতা ও সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, প্রেসিডিয়াম সদস্য গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তৃতা করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রমুখ।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপদপ্তর সম্পাদক অসীম কুমার উকিল সভা পরিচালনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে সমগ্র বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমাদের উন্নয়নটা অনেকের কাছেই বিস্ময়ের, তাদের উদ্দেশে আমি বলি আমরা একট নীতি নিয়ে চলি। দেশের উন্নয়ন করব সেই মানসিকতা হ্রদয়ে ধারণ করে কর্মের মাধ্যমে তার প্রতিফলন ঘটিয়ে চলেছি। ক্ষমতা মানেই নিজের ভাগ্য গড়া না। ক্ষমতা আমাদের কাছে হচ্ছে দেশের মানুষের ভাগ্য গড়ে তোলা, মানুষের কল্যাণ করা। যেটা জাতির পিতা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

দাম বাড়ছেই ডিমের

আবারও অস্থির হয়ে ওঠেছে দেশের ডিমের বাজার। প্রতি সপ্তাহেই বাড়ছেবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তনবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • বাকৃবি গবেষকের সাফল্য এই প্রথম সুস্বাদু দেশীয় শিং মাছের জিনোম সিকুয়েন্স উদ্ভাবন
  • এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ছয় দেশ
  • আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
  • কমরেড রনো চির জাগরূক থাকবেন
  • উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি
  • সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা