ভোজ্যতেল কারাখানায় আগুন, দগ্ধ ৭
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ভোজ্যতেল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৩টার দিকে মেঘনা গ্রুপের মালিকানাধীন ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে। পরে দগ্ধ সাতজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে পৌঁনে ৫টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আগুনের কারণ জানাতে পারেনি কেউ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ফয়সাল আহমেদের (২৫) শরীরের ৭৫ শতাংশ, রানার (২২) ৪৩ শতাংশ, মাসুদুর রহমানের (৩০) ২৫ শতাংশ, আবদুল হাইয়ের (২৬) ২০ শতাংশ, মাহবুবের (৩০) ২৬ শতাংশ, হুমায়ুন কবিরের (৪৫) ১৬ শতাংশ পুড়ে গেছে। এঁরা সবাই ওই ভোজ্যতেল কারখানার শ্রমিক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের কর্মচারী সাইফুল জানান, আগুনের ঘটনার সময় তাঁরা কাজ করছিলেন। হঠাৎ আগুন লেগে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
এদিকে, আগুনের বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ক্যাম্প ইনচার্জ দীন মনি জানান, তাঁরা জেলায় কোনো আগুনের খবর পাননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন