‘ভোট দিয়ে আইন লঙ্ঘন করেছেন শামীম ওসমান’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মেরে তা প্রকাশ্যে দেখিয়ে সরকারদলীয় এমপি শামীম ওসমান শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন আইনজ্ঞ ও নির্বাচন বিশ্লেষকেরা।
নির্বাচনি আইন ও বিধি অনুযায়ী ভোটারদের গোপন বুথে ঢুকে ব্যালট পেপারের পছন্দের প্রতীকে সিল মেরে তা ভাঁজ করে বাক্সে ভরে দিতে হবে। ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই বিধান করা হয়েছে। কিন্তু আজ অনুষ্ঠিত নাসিক নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এই বিধান উপেক্ষা করে সাংবাদিক, নির্বাচনি কর্মকর্তা ও ভোটারদের সামনেই নিজের ব্যালট পেপারে পছন্দের প্রতীকে সিল মেরে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এমনকি সিল মারার সঙ্গে-সঙ্গে তা বাক্সে না ভরে গণমাধ্যমের সামনে দেখান এবং কোন প্রতীকে ভোট দিয়েছেন, তাও গণমাধ্যমকে দেখিয়ে দেন।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাহাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘শামীম ওসমান মেয়র পদের ভোট প্রকাশ্যে ও কাউন্সিলর পদের ভোট গোপন ব্যালটে দেন। এটা অনাকাঙ্খিত। কিন্তু আমি কিভাবে এর প্রতিবাদ করতে পারতাম। আমি কী করব? এ বিষয়ে আমাকে নির্বাচন কমিশন থেকেও ফোন করে জানতে চেয়েছিল। আপনারা তো সাংবাদিক। আপনারা সবই বোঝেন। আমি ঢাকা থেকে এসেছি, এখানে কিছুই চিনি না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন