শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোলায় ইউপি নির্বাচন নিয়ে পৃথক সংঘর্ষে আহত ৬০

ভোলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায় ইউপি নির্বাচন নিয়ে পৃথক সংঘর্ষে তিন ইউনিয়নের প্রায় ৬০ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ও মাদ্রাজ ইউনিয়নে দুই গ্রুপের পৃথক সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন। অপরদিকে লালমোহন উপজেলার ফুলবাগিচা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী মিছিলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহজাহানের কর্মীরা হামলা চালালে স্বতন্ত্র প্রার্থীর প্রায় ৩৫ জন কর্মী-সমর্থক আহত হন। স্থানীয়রা তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শাহে আলম ও কামালের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে দুই গ্রুপের প্রায় ১২ জন আহত হন। আহতরা হলেন― মোস্তফা সিকদার (৩০), বাবুল মিয়া (৩৪), খলিলুর রহমান (৪০), আলী হোসেন (২৫), রফিকুল ইসলাম (২৪)। তাৎক্ষণিক সবার নাম পাওয়া যায়নি। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, বিকেলে চরমাদ্রাজ ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল জমাদার ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবদুল আজিজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুই গ্রুপের ১৩ জন মারাত্মক আহত হন। আহতরা হলেন― রশিদ মাঝি (৪৫), জাফর মিয়া (৪০), নুরনবী (২৮), সাইফুল ইসলাম (২১)। তাৎক্ষণিক সবার নাম জানা যায়নি। আহতরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে লালমোহন উপজেলার ফুলবাগিচা ইউনিয়নের প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে একটি মিছিল করেন। ওই সময় আওয়ামী লীগ প্রার্থী মো. শাহজাহান মিয়ার সমর্থিত কর্মীরা মিছিলে হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থিত উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনসহ ৩৫ জন আহত হন।

আহতরা হলেন- তোফাজ্জল হোসেন (৪০), রশিদ (৩০), তারেক (২৫), আরিফ (২২), ফরহাদ (২৬), সোহাগ (২০), রনি (২৩), নিরব (২১), আবির (৩০), আকবর (২৮)। তাৎক্ষণিক সবার নাম পাওয়া যায়নি।

এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহজাহান মিয়া জানান, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সংঘর্ষ ঘটে। আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা রুবেল কারাগারে

ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথি হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগবিস্তারিত পড়ুন

ভোলায় কিশোরীকে আটকে রেখে টানা ৩ দিন ধরে গণধর্ষণ!

ভোলার লালমোহনে এক কিশোরীকে আটকে রেখে টানা তিনদিন ধরে গণধর্ষণবিস্তারিত পড়ুন

ভোলায় কালবৈশাখী ঝড়ে কলেজ ছাত্রাবাস ধুমড়ে মুচড়ে গেছে, আহত-১০

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি| ভোলার মনপুরায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ওবিস্তারিত পড়ুন

  • দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসার ছাত্রীকে যৌন নির্যাতন, লম্পট শিক্ষক আটক
  • ভোলায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে,৩৫ যাত্রী আহত
  • ভোলার খবরঃ ইলিশ ধরার অপরাধে ১৭ জেলের কারাদন্ড
  • বর্ষায় ফসল হারানোর কষ্টে ক্ষেতেই মারা গেলেন কৃষক
  • ভোলায় ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ১০৫০ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত
  • ভোলায় মেঘনা নদী থেকে মায়াবী হরিণ উদ্ধার
  • ভোলায় জেলে পুনর্বাসনের চাল প্রকৃত জেলেদের মাঝে বিতরণের দাবি
  • ভোলায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
  • ভোলায় ভাষা শহীদদের প্রতি বিভিন্ন মহলের শ্রদ্ধাঞ্জলি
  • হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার নন্দিত বাবুই পাখির বাসা
  • ভোলায় যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় কার্গো ডুবি, নিখোঁজ ১
  • ভোলায় মানসীক প্রতিবন্ধি কিশোরের মরদেহ উদ্ধার