ভ্যাটবিরোধী আন্দোলনের সময় বাড়তে পারে!
ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের পূর্বনির্ধারিত সময় আরও বাড়তে পারে। প্রথম দিনের কর্মসূচি পালন শেষে শনিবার বিকেলে রাজধানীর স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এমন ইঙ্গিত দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ‘নো ভ্যাট অন এডুকেশন’ আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান বলেন, ‘তিন দিনের কর্মসূচির প্রথম দিন শনিবার অতিবাহিত হয়েছে। আরও দুই দিন এ কর্মসূচি চলবে। তবে দাবি বাস্তবায়ন না হলে এ আন্দোলন আরও লম্বা হবে।’
তিনি এ সময় দাবি আদায়ে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘নো ভ্যাট অন এডুকেশন’র মুখপাত্র ফারুক আহমেদ।
এর আগে শুক্রবার সংবাদ সম্মেলন করে শনিবার থেকে সোমবার পর্যন্ত ছাত্র ধর্মঘট আহ্বান করেন ‘নো ভ্যাট অন এডুকেশন’র সমন্বয়করা। শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। রবিবার এ আন্দোলন আরও জোরালো হবে বলে জানিয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি জনপ্রিয় ফেসবুক পেজ ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অফ বাংলাদেশ’-এ ৫ দফা দাবিতে পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে এক পোস্টে জানানো হয়, ১৩ সেপ্টেম্বর থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের ক্লাস বর্জন কর্মসূচি চলবে। একই সঙ্গে রবিবার সকাল ৯টা থেকে রাজপথ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
তাদের ৫ দফা দাবি হলো- শিক্ষার উপর আরোপিত মূল্য সংযোজন কর সম্পূর্ণরূপে প্রত্যাহার, ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের কর আরোপ করা যাবে না, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার দ্রুত বিচার করা, ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার করা, অর্থমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে স্টেট ইউনিভার্সিটির দুই শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। রাজধানীর মিরপুর সড়কের শুক্রাবাদ, কলাবাগান, সুবহানবাগ এলাকায় মিছিলটি কয়েক দফা প্রদক্ষিণ করে। এ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে জড়ো হন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাধায় তারা আন্দোলনে অংশ নেননি।
অন্যদিকে পান্থপথ সিগন্যালে শনিবার বেলা ১১টায় মানববন্ধন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বাড্ডা, নতুনবাজার, বনানী ও মহাখালী এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টায় বিক্ষোভ করেন।
সাভারের গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ ছাড়া রাজধানীর বাইরে চট্টগ্রাম ও সিলেটে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন