ভ্যাটবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেতনের সঙ্গে সাড়ে ৭ শতাংশ আরোপিত ভ্যাট আরোপের প্রতিবাদে রাজধানীর ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে গুলি ছুড়েছে পুলিশ। এসময় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রারসহ ৩০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে রাজধানীর রামপুরার আফতাবনগরে এ ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার বেলা দেড়টার দিকে তারা ভ্যাট প্রত্যাহারের দাবিতে মিছিল শুরু করেন। এরপর বেলা সোয়া দুইটার দিকে মিছিল নিয়ে রামপুরা ব্রিজে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। বাধা দেওয়ার পাশাপাশি পুলিশ তাদের ওপর গুলি ছুড়েছে। গুলিতে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা এক শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করেন শিক্ষার্থীরা।
তবে পুলিশ গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে।
শিক্ষার্থীরা জানায়, তাদের শান্তিপূর্ণ অবরোধে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে। এসময় শিক্ষার্থীরা ইট-পাটকেল ছোড়ে। এরপর পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ে। এসময় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মাশফিক এলাহী চৌধুরী ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক তাসকিত জাভেদসহ ৩০ শিক্ষার্থী। আহতদের মধ্যে ৬ জন নারীও রয়েছেন। তাদেরকে বিশ্ববিদ্যালয়টির মেডিকেল সেন্টার ও বনশ্রীর ফারাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকেল পৌনে পাঁচটার দিকে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের আশপাশে অবস্থান নেন ও সড়ক বন্ধ করে দেন।
শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের গুলশান বিভাগের ডিসি মোশতাক আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন তৈরি করে। এ কারণে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কোনো গুলি ছোড়ার ঘটনা ঘটেনি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন