ভ্যালেন্টাইনস ডে যেখানে বিয়ে দিবস!
১৪ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালবাসা দিবস। এইদিন সারা বিশ্বের প্রায় সকল দেশে নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়। কিন্তু এই ভালবাসা দিবসের ইতিহাস জানেনে কি? কোথা থেকে শুরু হল এই ভালবাসা দিবস। কিভাবেই বা শুরু হল?
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইনস নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার – অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল।
বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনসের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইনস স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস দিবস ঘোষণা করেন।
সেই ধারাবাহিকতায় আজও মানুষ ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস হিসেবে পালন করেন। এই দিনে বারলেটের ভিক্টরি সেন্টারে প্রতি বছর অনেকে বিয়ে করেন। যাদের আগে বিয়ে হয়েছে তারাও এখানে এসে এদিন আবার বিয়ের শপথ নেন।
রেভারেন্ড প্যাট্রিসিয়া ক্যাম্পবেল বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন। বিবাহের পর এখানে কেক কাটা হয় এবং বিভিন্ন আয়োজন করা হয়।–সুত্র: ডেইলি হেরাল্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন