বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভয় নিয়ে বেঁচে ছিলেন রাবি শিক্ষিকা জলি

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আক্তার জাহান জলির আত্মহত্যার ঘটনায় তার ফেলে আসা সংসারের হতাশা ও সেখানকার তিক্ত অভিজ্ঞতাকে এড়াতে যেতে না পারাকে চিহ্নিত করছেন তার সহকর্মীরা। তারা বলছেন, চাপা স্বভাবের এই শিক্ষক পারিবারিক জীবনের জটিলতায় অধিকাংশ সময় ভীত থাকতেন। সেই ভয়টা কীসের তার পুরোটা তারা না জানলেও বিচ্ছেদ হওয়া সম্পর্কের সন্তান সোয়াদকে কাছে না পাওয়া নিয়ে তার হতাশা ছিল। হতাশা থেকে বের হতে প্রতিনিয়ত চেষ্টা করেও কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এমন প্রশ্নে সহকর্মীরা আরও বলছেন, ভীষণ মানসিক চাপের মধ্যে কোন একটা মুহুর্তে হয়তো তিনি আস্থার আর কোনও অবলম্বন দেখতে পাননি।

উল্লেখ্য, মৃতদেহের পাশে পাওয়া সুইসাইড নোটে এই শিক্ষক তার ওপর মানসিক শারীরিক চাপের কথা উল্লেখ করে গেছেন। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা এই বাক্যকে সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়ার দাবি জানান।

শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডরমেটরি জুবেরির কক্ষে আক্তার জাহানের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে চিহ্নিত করা হলেও বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, আত্মহত্যার ঘটনা এমনি এমনি ঘটে না। তিনি যদি আত্মহত্যা করে থাকেন তাতেও প্ররোচনা আছে। এর সঠিক তদন্ত হওয়া জরুরি।

মায়ের (আক্তার জাহান) সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না–তার ছেলের এমন ফোনের ভিত্তিতে খবর পেয়ে সেখানে ছুটে যান কাছের সহকর্মী এক সময়ের ছাত্র কাজী মামুন হায়দার। তিনি বলেন, আপা কিসের যেন একটা ভয় নিয়ে বসবাস করছিলেন সেটা টের পেতাম। উনি তার লকারটা খুলতেও যেন ভয় পেতেন। আপা পারিবারিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিলেন অনেকদিন ধরেই। আমার বাসায় আসতেন, আমার ছেলের সঙ্গে খেলতেন। আমি শুক্রবার সাড়ে তিনটার দিকে খবর পেয়ে দৌড়ে জুবেরি পৌঁছাই। সেখানে পুলিশ আসতে মিনিট পনেরো লাগে। তার কক্ষের সামনে গিয়ে একটা কাঠের ভেন্টিলেটার ভেঙে আমি প্রথম মশারির নিচে শোয়া ম্যাডামকে দেখি।

বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক মশিহুর রহমান বলেন,‘ আক্তার জাহান হতাশার মধ্যে আছেন সেটা আমার কখনোই মনে হয়নি। তার পারিবারিক কিছু জটিলতা তৈরি হয়েছিল সেগুলো কাটিয়ে উঠেছিলেন বলেই মনে হচ্ছিল। কেননা, তিনি সবার বিষয়ে খোঁজ খবর করা, ভালমন্দ রান্না করে কলিগদের বাসায় পাঠিয়ে দেওয়া এসব কাজের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। জলি অনেক বেশি সংবেদনশীল ছিলেন। কয়েকদিন আগেই তিনি আমাদের বাসায় এসে আমার বউয়ের সঙ্গে দেখা করে গেছেন। কখনোই হতাশ মনে হয়নি বলেই আমরা হতচকিত হয়ে গেছি তার আত্মহত্যার ঘটনায়।’

তিনি আরও বলেন,‘আমার প্রশাসনিক আর বিভাগীয় সভা একই দিনে পড়ে যাওয়ায় বিভাগের সভায় আমি থাকতে পারব না বলে জানিয়েছিলাম। সে সময় সেও আমাকে বলে ৬ তারিখ আমিও ঢাকায় চলে যাব, সভায় থাকতে পারব না। এরই ভেতর শুক্রবার বিকেলে এই দুঃসংবাদ।’

বিভাগের বাইরেও সহকর্মী ও তাদের পরিবারের বিষয়ে খোঁজ খবর রাখা প্রসঙ্গে বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইয়ুম বলেন,‘বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অফিসিয়াল সম্পর্কের বাইরেও কী ভীষণ সামাজিক মানুষ ছিলেন তিনি।’ কাইয়ুম বলেন, ‘তিনি আমাদের অনেকের সঙ্গেই তার পারিবারিক জীবনের হতাশা নানা সময়ে শেয়ার করেছেন। কিন্তু অনেক অসুস্থতা সত্ত্বেও রান্না করে কলিগদের বাসায় পাঠানো, নিয়মিত সহকর্মীদের ফ্যামিলির খবর নেওয়া, বিভাগে কারও অসুস্থতায় সাহায্যের আবেদনে সবচেয়ে বেশি আর্থিক সহযোগিতা করা এসব তার সহজাত ছিল।’ তাই এমন একজন মানুষ কেন আত্মহত্যা করবেন তার মনস্তাত্ত্বিক কোনও ব্যাখ্যা নেই এই সহকর্মীর কাছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

  • টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে
  • মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ
  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি জানালো পিএসসি
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি