মদ্যপ এএসপি পেটালেন সাংবাদিককে
বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদককে পেটালেন সাভার থানার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শাহবাগ মোড়ে পুলিশের তল্লাশির ছবি তুলতে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাহবাগ মোড়ে প্রেসের স্টিকারযুক্ত মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীর কাছে তাঁদের পরিচয় জানতে চায় পুলিশের তল্লাশি দল। তাঁরা নিজেদের একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাবেক ছাত্রলীগ নেতা বলে পরিচয় দেন। সেখানে তল্লাশির ছবি তুলতে গেলে এএসপি মশিউর এশিয়ান টিভির ওই প্রতিবেদকের শরীরে আঘাত করেন।
গতকাল রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, ক্যামেরাম্যানদের বাঁচাতে তল্লাশিচৌকির পুলিশ এগিয়ে গেলে এএসপি পুলিশের ওপরও চড়াও হন। পরে শাহবাগ থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মশিউর রহমান ও অপর আরোহী ছাত্রলীগের সাবেক নেতা খায়রুল বাসারকে থানায় নিয়ে যায়। তাঁদের মধ্যে একজন সাভার থানার এএসপি বলে যাচাই করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরিও করেছে শাহবাগ পুলিশ। মোটরসাইকেলের এ দুই আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন। তবে তাঁদের মধ্যে একজন বেশি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানান ওসি।
আজ শুক্রবার সকালে এনটিভি অনলাইনকে ওসি আরো জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। সাংবাদিকের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। ওই এএসপিকে কাল রাতেই সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আটক অন্যজনও বিষয়টি সমঝোতা হওয়ার পর চলে গেছে।
ঘটনার শিকার ওই সাংবাদিকের নাম নূরে আলম। তিনি এশিয়ান টিভিতে কাজ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন