মধ্যবয়সীরাই বেশি হতাশ এবং অখুশী

মধ্যবয়সী ব্রিটিশরাই বেশি অখুশী এবং হতাশ। অপরদিকে যাদের বয়স ৯০-য়ের বেশি তাদের মধ্যে তুলনামূলক উৎফুল্লতা এবং সন্তুষ্টি বেশি বলে সম্প্রতি এক জরিপে দেখা গেছে।
৩৫ বছরের কম বয়সীদের কাছে জীবন অনেক বেশি কষ্টের। বরং অবসরের পর জীবন অনেক বেশি খুশির, এমনই জানাচ্ছে গবেষকরা। বিশেষ করে আপনার বয়স যদি হয় ৯০-য়ের বেশি তাহলে তো কথাই নেই।
ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) এই প্রতিবেদন প্রকাশ করে। চার ধাপে জরিপ চালিয়ে দেখা গেছে. মধ্যবয়সীদের তুলনায় ৯০ উর্ধ্বরাই বেশি সুখী এবং সন্তুষ্টু।
গত তিন বছরে প্রায় তিন লাখের বেশি ব্যক্তির ওপর জরিপ চালিয়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এদের প্রশ্ন করা হয়েছে- তাদের জীবনের সন্তুষ্টি সম্পর্কে; তারা যা করছে সেটা কি তাদের কাছে অর্থহীন কিনা এবং তাদের আনন্দ ও উদ্বিগ্নতা নিয়ে।
মধ্যবয়সীদের মধ্যে নিজেকে নিয়ে সন্তুষ্টির হার সবচেয়ে কম। এছাড়াও তাদের মধ্যে উদ্বিগ্নতা অনেক বেশি। অপরদিকে ৯০-য়ের বেশি বয়সীদের মধ্যে এর প্রভাব সম্পূন্ন উল্টো।
ওএনএসের প্রতিবেদনে বলা হয়, ‘জীবন সম্পর্কে আত্মতুষ্টির হার সবচেয়ে বেশি দেখা যায় ৬৫ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে। যদিও বাকি দিনটি ধাপ এই বয়সীদের মধ্যে নি¤œমুখী। একটু বেশি বয়সে স্বাস্থ্য এবং একাকিত্বের কারণে হতাশা অবশ্য কিছু বাড়ে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন