মনে ভেতর জমে থাকা সেই চাপা কষ্টের কথা এবার সবার সামনে বললেন আফ্রিদি
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রপি এনে দেন শহীদ খান আফ্রিদি। এছাড়া দলের জন্য নিজেকে সবসময় ব্যস্ত রেখেছেন তিনি।
তবে আনন্দের সঙ্গে দুঃখের ঘটনারও কমতি নেই আফ্রিদি ক্যারিয়ারে। ২০১১ সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে শিরোপা জিততে না পারাটাকেই সবচেয়ে পরিতাপের বলে জানিয়েছেন পাকিস্তানি এ অলরাউন্ডার।
এ প্রসঙ্গে জিও টিভিকে দেওয়া সাক্ষাতকারে আফ্রিদি বলেন, ‘আমরা ওই বিশ্বকাপে (২০১১ বিশ্বকাপ) শিরোপা জয়ের খুব কাছে চলে গিয়েছিলাম। অধিনায়ক হিসেবে তা জিততে না পারাটা আমার কাছে খুবই পরিতাপের ছিল। আমার মনে হয় দীর্ঘ সময় থেকে এটাই বিশ্বকাপে পাকিস্তানের সেরা পারফরম্যান্স।
সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে সেরাটা জানান দিতে পাকিস্তানি ক্রিকেটারদের আহ্বান করেন আফ্রিদি। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি সহ পাকিস্তানের সব আন্তজার্তিক ক্রিকেটারদের উচিত পাকিস্তানকে আরও ভালোভাবে বিশ্বক্রিকেটে অঙ্গনে উপস্থাপন করা।আমার মনে হয় আন্তজার্তিক দলগুলোর পাকিস্তানে আসা উচিত। এখানকার মানুষ ক্রিকেটকে খুব ভালবাসে এবং দীর্ঘদিন ধরে ঘরের মাঠে জাতীয় দলের খেলা উপভোগ থেকে বঞ্চিত রয়েছে।’
উল্লেখ্য, গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাকিস্তানে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন