মন্দিরে হামলায় জড়িতরা ছাড় পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় আশুতোষ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এ দেশে ধর্মীয় সম্প্রীতি থাকায় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। এ দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। ইসলাম ধর্মেও অন্য ধর্মের প্রতি অবজ্ঞা করা নিষেধ। এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। সংখ্যালঘু তারাই যারা মানুষ হত্যা করে, সন্ত্রাস করে যারা তারাই সংখ্যালঘু।
সভায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) জাবেদ পাটোয়ারী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এর আগে মন্ত্রী নাসিরনগরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরের দিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনার রেশ না কাটতেই গত ৫ নভেম্বর একই উপজেলায় হিন্দুদের পাঁচটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ঈদুল আযহা উপলক্ষে চার দিনবিস্তারিত পড়ুন
সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধনবিস্তারিত পড়ুন