মসজিদের চাল উঠানো নিয়ে মারামারি, আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের জন্য চাল উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় তিনটি বাড়ি ভাংচুর ও লুটের অভিযোগ উঠেছে।
সোমবার সকালে উপজেলার চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- চরপাড়া গ্রামের ওয়াহেদ আলী শেখ (৬৫), আয়ুব আলী শেখ (৬০), সলেমান শেখের ছেলে সুখচান (২৮), সায়েরা খাতুন (৫০) ও হাজেরা খাতুন (৫৫)।
এদের মধ্যে ওয়াহেদ আলীকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত ওয়াদের ভাই শরিফুল ইসলাম জানান, চড়পাড়া গ্রামের মসজিদের চাল উঠানো নিয়ে তার ভাই ওয়াহেদের সঙ্গে একই গ্রামের আকবরের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও গরু বিক্রির ১ লাখ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, চড়পাড়া গ্রামে মসজিদের চাল উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মামলা করা হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন