মসজিদে ‘আত্মঘাতী’ বোমা হামলায় নিহত ১
রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর মচমইল চকপাড়া কাদিয়ানি জামে মসজিদে ‘আত্মঘাতী’ বোমা হামলায় বোমা বহনকারী নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তিনজন। নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার জুমার নামাজ চলাকালে এ ঘটনা ঘটে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, মচমইল চকপাড়া কাদিয়ানি জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা চালান। এর ফলে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই এলাকার ময়েজ তালুকদার, আবদুল আজিজ ও নয়ন নামের তিন মুসল্লি। আহতদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ মসজিদটিকে ঘিরে রেখেছে। তল্লাশি চালানো হচ্ছে। হামলাকারীদের আরো কেউ ঘটনাস্থলে অবস্থান করছেন কি না, তা শনাক্ত করার চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন