মসজিদে হামলা বিএনপি-জামায়াতেরই নাশকতা
চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে হামলার ঘটনা বিএনপি-জামায়াতের নাশকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
শনিবার বেলা সাড়ে ১১টায় উদয়ন স্কুলে বঙ্গবন্ধু মেধাবৃত্তি ফাউন্ডেশনের লিখিত পরীক্ষা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যেদিন থেকে যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে সেদিন থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি জামায়াত দেশকে অস্থিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে তারা (বিএনপি-জামায়াত) এখন চোরাগোপ্তা হামলা শুরু করেছে। এমনকি তারা বিদেশি নাগরিকদের হত্যা করেছে। এ হামলা তাদেরই নাশকতার অংশ।’
তিনি আরও বলেন, ‘এসব হামলায় তাদের লক্ষ্য একটাই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। দেশকে অস্থিতিশীল, জঙ্গিরাষ্ট্র বানানো এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, বর্তমান সরকারের উন্নয়ন পছন্দ করে না তারাই এগুলো করছে। এটা স্পষ্ট প্রমাণিত বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে এগুলো করছে। এগুলো করে তারা বিচার বন্ধ করতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।’
পাকিস্থানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি বলেন, ‘পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক একাত্তরে ছিন্ন হয়েছে। বর্তমানে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকলেই কী আর না থাকলেই কী। তাদের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক থাকবে কিনা সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। তবে আমি মনে করি বাংলাদেশের জনগণ একাত্তরেই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে।’
বঙ্গবন্ধু ফাউন্ডেশন বৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০৫ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশ ও জাতির সঠিক ইতিহাস তুলে ধরা হয়।’
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মহিউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় চট্টগ্রামে নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় দু’টি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনএস ঈশা খাঁ ঘাঁটি ও নৌবাহিনীর হাসপাতাল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে আরো কয়েকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা নৌবাহিনীর দুই সদস্যকেও।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন