মাইলফলকের সামনে তামিম-মুশফিক
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে আর ৫২ রান করতে পারলেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল। আর ১২ রান করলেই ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন টাইগার টেস্ট দলের অধিনায়ক মুশফিক।
দেশের ক্রিকেটে অনেক অনেক প্রথমের জন্ম দিয়েছেন তামিম। কয়েকদিন আগেই প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই ড্যাশিং ওপেনার। এ পর্যন্ত ১৫৬টি ওয়ানডে খেলে ৩২.৪৪ গড়ে ৪ হাজার ৯৩১ রান করেছেন তামিম। ৭টি সেঞ্চুরির সঙ্গে ৩৩টি হাফসেঞ্চুরি আছে তার। যে রকম ছন্দে আছেন, তাতে মাইলফল ছোঁয়ার অপেক্ষা খুব দীর্ঘ হওয়ার কথা নয় দেশের পক্ষে সব ফরম্যাটেই সর্বোচ্চ রান আর ইনিংসের মালিক তামিমের।
আর বেশ কয়েক ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আর ১২ রান করতে পারলেই বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে চার হাজার রান পূর্ণ হবে তার। অবশ্য ১৬২ ওয়ানডেতে চার সেঞ্চুরিসহ ৩৯৮৮ রান করা ডানহাতি এই মিডল অর্ডার চার হাজার রান পূর্ণ করতে পারতেন আফগানিস্তান সিরিজেই। কিন্তু কোনো ম্যাচেই রান পাননি এই ব্যাটসম্যান। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ছন্দে ফেরা হয়নি।
এবার দেখার বিষয় দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের এই মাইলফলক স্পর্শ করতে পারেন কি না টাইগার এই দুই ব্যাটসম্যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন