রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাকে চেয়ারে বেঁধে রেখে মেরে ফেললো মেয়ে!

১৬ বছর বয়সের ওই চিনা কিশোরী এই বার না খাইয়ে রেখে নিজের মাকে মেরে ফেলেছে। তার আগে এই মেয়েই মানসিক নিরাময় কেন্দ্রে যাবে না বলেই নিজ বাবার পিঠে ছুরি বসিয়ে দিয়েছিল সে। প্রাণ বাঁচানোর জন্য তার বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। মানসিক নিরাময় কেন্দ্রে গেলেই যে প্রচণ্ড মারধর খেতে হবে! সহ্য করতে হবে নানা রকমের নির্যাতন। যাতে মা তাকে মানসিক রোগ নিরাময়ের জন্য না পাঠাতে পারেন সে জন্য সে তার মাকে এক সপ্তাহ ধরে চেন দিয়ে চেয়ারে বেঁধে রেখে, না খাইয়ে নিজের মা কেই মেরে ফেললো।

উত্তর চিনের হেইলিয়াংজং প্রদেশের ঘটনা এটি। শুক্রবার চিনা সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে, লেখাপড়া শিকেয় তুলে ওই কিশোরী সব সময় পড়ে থাকত ইন্টারনেট নিয়ে। ঘণ্টার পর ঘণ্টা পরে থাকত কম্পিউটারের সামনে, নেট-সার্ফিং চালিয়ে যেত, নাওয়া-খাওয়া ভুলে। এর ফলে স্কুলের পরীক্ষায় সে ফেল করেছিল কয়েক বার। ক্লাসে ক্রমশই পিছিয়ে পড়ছিল। তখনই চিন্তায় পড়ে যান ওই কিশোরীর মা, বাবা। তারা তাদের এক নিকটাত্মীয়ের সঙ্গে কথা বলেন। কী ভাবে মেয়েকে ওই ‘নেশা’ থেকে বের করে নিয়ে আসা যায়, ওই আত্মীয়ের সঙ্গে তা নিয়ে আলোচনা করেন কিশোরীটির মা, বাবা। ওই আত্মীয় তাদের পরামর্শ দেন, মেয়েটিকে ‘ইন্টারনেট অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টারে’ পাঠাতে।

তারা খোজখবর নিয়ে জানতে পারেন, গত ২০ বছরে ওই ট্রিটমেন্ট সেন্টার অন্তত হাজার সাতেক মানসিক রোগী শিশুকে সুস্থ করে তুলে বাড়িতে ফেরত পাঠিয়েছে। সেই শুনে কিশোরীটিকে চিনের এমনই একটি সেন্টারে পাঠিয়ে দেন তাঁর মা, বাবা। সেটা গত ফেব্রুয়ারির ঘটনা। কিশোরীটিকে ট্রিটমেন্ট সেন্টারে পাঠানোর জন্য সে বার বিস্তর ঝামেলা পোহাতে হয়েছিল তার মা, বাবাকে। কিশোরীটি কিছুতেই যেতে চাইছিল না। দু’টো ষণ্ডা মার্কা লোক এসে কিশোরীটিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল অনেকটা দূরের শাংডং প্রদেশের একটি ট্রিটমেন্ট সেন্টারে।

কিন্তু চার মাস পরেই সেখান থেকে বাড়িতে পালিয়ে এসেছিল ওই কিশোরী। ফিরে এসে সে তার মা, বাবাকে বলেছিল, ওখানে খুব পেটায়। ভাল করে খেতে দেয় না। খুব খারাপ ব্যবহার করে। তার পর চিনের একটি অনলাইন জার্নালে সে সবিস্তারে জানিয়েছিল, তার ওপর ওই ট্রিটমেন্ট সেন্টারে ৪ মাস ধরে কতটা নির্যাতন চালানো হয়েছিল। কী ভয়ঙ্কর ভাবে তাকে পেটানো হয়েছিল। একটা খাটা পায়খানার মতো জায়গায় নিয়ে গিয়ে ওই কিশোরী আর তার সতীর্থদের কী ভাবে দুপুরের খাবার খেতে বাধ্য করা হয়েছিল।

ওই কিশোরী ২৫ অগস্ট ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘আমাকে ওরা যে কী প্রচণ্ড পেটাত, বলে বোঝাতে পারব না। আত্মীয়দের বললে, ওরা বলতেন, বাড়িতে মারধর খাসনি? ও একটু-আধটু হয়। মানিয়ে নে। সব কিছু ভুলে যা। কিন্তু ওরা এমন ব্যবহার করত, কোনও মানুষ তেমন ব্যবহার পশুদের সঙ্গেও করে না। ওরা দুমদাম ঘুষি মারত নাকে, গালে, মুখে। শরীরের যেখানে সেখানে মারত। নির্দয় ভাবে। আমার জায়গায় থাকলে, তোমরা কী করতে? যেন মিলিটারি ক্যাম্প। সবাইকে ওরা বুটের ডগায় রাখতে ভালবাসে। হাত দিয়ে পায়খানা সাফ করতে বলত। সেখানেই খেতে দিত। সেখানেই খেতে বলত। তাই আমি এখন প্রচুর অর্থ চাই। ওই অর্থ হাতে পেলেই আমি বক্সিং আর মার্শাল আর্টস শিখব। আর ওই সব দিয়ে ওদের প্রাণে না মারলেও মেরে একেবারে পঙ্গু করে দেব। তোমরা কি জান, আমার মা আমাকে আবার ওই ট্রিটমেন্ট সেন্টারে পাঠাতে চাইছে।’’

চিনা সংবাদ মাধ্যম জানায়, ওই অর্থ জোগাড় করতেই মাকে এক সপ্তাহ ধরে চেয়ারে বেঁধে রেখে, না খেতে দিয়ে কিশোরীটি তার নিকটাত্মীয়দের ব্ল্যাক মেল করে যাচ্ছিল। বলছিল, ‘‘যত ইউয়ান চেয়েছি, ততটা আমাকে দিয়ে দাও। তা হলেই মাকে ছেড়ে দেব। মাকে খেতে দেব।’’ শেষ পর্যন্ত কিশোরীর হাতে তুলেও দেওয়া হয় প্রচুর ইউয়ান। প্রচুর অর্থ। যাতে সে তার মাকে রেহাই দেয়। কিন্তু তত ক্ষণে মায়ের শরীর ভেঙে পড়েছে। হাসপাতালে খবর দেয় ওই কিশোরীই। কিন্তু ডাক্তার এসে পৌঁছনোর আগেই কিশোরীটির মা মারা যান।

চিনা সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায়, গোটা চিনেই বেশির ভাগ ট্রিটমেন্ট সেন্টারে কিশোর-কিশোরীদের ওপর চলছে অবর্ণনীয় অত্যাচার। তাদের নিগ্রহ করা হচ্ছে। বর্বরোচিত ভাবে। তাদের বৈদ্যুতিক শকও দেওয়া হচ্ছে। এ নিয়ে সরকারি স্তরে তদন্তও শুরু হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ