মাগুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

জেলার শ্রীপুরে আওয়ামী লীগের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০টি বাড়ি ভাঙচুর হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে।
উপজেলার সদর ইউনিয়নের মদনপুর গ্রামে রবিবার এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খলিলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার বাম চোখে প্রতিপক্ষের টেঁটাবিদ্ধ হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম ও এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার মদনপুর মাদ্রাসার সামনের একটি দোকানে সদর ইউনিয়নের ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের বিজয়ী মেম্বার রজব মোল্যা ও পরাজিত মেম্বার প্রার্থী নাজির মজুমদারের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ২৫ জন আহত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন