মাছ ধরতে গিয়ে ছিপে ধরা পড়ল ২০০ কেজির ‘দৈত্য’ অ্যরাপাইমা (ভিডিও সহ)
ছিপ দিয়ে ২০০ কেজির মাছ ধরা যায়? ২ কেজি, ৩ কেজি নয়, একেবারে ২০০ কেজির অ্যারাপাইমা ধরা পড়ল আমাজনে। তাও আবার ছিপে। তেলাপিয়া, রুই, কাতলা, নাইলনটিক্কা ধরার মত ভাবলে, মনে হতেই পারে, অ্যারাপাইমা ধরা এমনকি কঠিন কাজ? বলা হয়, পৃথিবীর দৈত্য আকৃতির মাছগুলির মধ্যে অ্যারাপাইমা অন্যতম একটি।
একমাত্র আমাজনেই পাওয়া যায় এই মাছ। রূপোলীর ওপর শেওলা রঙের আঁশ। কিছুটা ভেটকি মাছের মত, মুখটা চ্যাপটা। সেই মাছই ধরা পড়ল ছিপে।
অনেক দিন ধরেই অ্যারাপাইমার খোঁজ করা হচ্ছিল। একার পক্ষে ওই মাছটিকে তুলতে পারাও সম্ভব হচ্ছিল না। সাহায্য নিতে হল আরেক জন ব্যাক্তির। এমনকি ছিপ দিয়ে মাছটি টেনে আনার সময়, মাছটিকে টেনে তুলতেই পারছিলেন না তিনি। মাছকে কাবু করতে পাড়ের দিকে টেনে নিয়ে যেতে হল নৌকা। তারপর আস্তে আস্তে ছিপের হুইল ঘুরিয়ে ঘুরিয়ে মাছটিকে পাড়ে নিয়ে আসেন । কোলে তুলে নেওয়ার পর আবার অ্যারাপাইমাটিকে আমাজনেই ছেড়ে দেন শিকারি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন