মাঝরাতে দরজায় দাঁড়িয়ে থাকেন এই বুঝি রাসেল আসবে!

২০১৩ সালে রাজধানী থেকে গুম হওয়া ১৯ জনকে ফিরে পেতে তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি করেন। তাঁরা অভিযোগ করেছেন, বিভিন্ন দপ্তরে দফায় দফায় আবেদন করেও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
গুম হওয়া এক ব্যক্তির মেয়ে বলে, ‘আমার পাপ্পাকে ফিরিয়ে দেন। আমি ক্লাসপার্টিতে যাব, আমার পাপ্পাকে নিয়ে।’
প্রতীক্ষার পালা শেষ হচ্ছে না গুম হওয়াদের স্বজনদের। তিন বছর পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি কারো। ২০১৩ সালের ৪ ডিসেম্বর উত্তর সিটির ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনসহ আটজন একই দিনে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হন। ওই বছরের বিভিন্ন সময় গুম হন আরো ১১ জন। পরিবারগুলোর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের, যাঁদের কেউই এখনো ফিরে আসেননি।
রাসেলের ভাই বলেন, তাঁর মা মাঝরাতে দরজা খুলে দাঁড়িয়ে থাকেন। বলেন, ‘আমার রাসেল আসবে। এই বুঝি আমার সন্তান আসছে।’
গুম হওয়া অন্য আরেকজনের স্বজন বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমার যে ভাইরা গুম হয়েছে বাংলাদেশের মধ্যে, আমার প্রতিটা ভাইয়ের তথ্য আপনি আমাদের কাছে দিয়ে দেন।’
ঘটনার এতদিন পরেও পরিবারের সদস্যদেরকে ফিরে না পেয়ে হতাশা আর ক্ষোভের কথা উঠে এসেছে স্বজনদের বক্তব্যে।
এক মা বলেন, ‘যেভাবে হোক ফেরত চাই। সুমনসহ প্রতিটি মায়ের বাচ্চাকে ফেরত দিতে হবে। কীভাবে দেবেন সেটা আপনারা জানেন। আপনারা রাস্তা তৈরি করবেন। ফেরত দিতে হবে।’
ছেলেকে ফিরে না পাওয়ার শোকে কাতর হয়ে পড়েছেন হাজেরা খাতুন। সন্তানের ছবি বুকে আগলে রেখেই দিন কাটছে তাঁর। তিনি বলেন, ‘আমি আমার সব সন্তানকে যেন ফিরে পাই। আপনারা ফিরিয়ে দেন।’
গুম হওয়া পরিবারের সদস্যরা তাঁদের ফিরে পেতে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন। গুম হওয়া মাসুমের মা আয়েশা আক্তার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি ব্যবস্থা নেন, তাহলে আমাদের সন্তানরা অবশ্যই ফিরে আসবে, ফিরে আসবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন