মাটিরাঙায় এক রশিতে মা-শিশুপুত্রের লাশ
মাটিরাঙায় একই রশিতে মা ও শিশুপুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দুইটার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ায় হোসনে আরা বেগম (২৫) ও তার এক বছরের শিশুপুত্র মো: জাহেদুল ইসলামের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহাদত হোসেন টিটু জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দুপুরের দিকে নিজের ঘরের আড়ার সাথে রশি দিয়ে প্রথমে এক বছরের ছেলেকে ও পরে একই রশিতে ফাঁস দিয়ে হোসনে আরা বেগম আত্মহত্যা করেন।
হোসনে আরা বেগমের দেবরের বউ রাবেয়া আক্তার হঠাৎ করে ঘরের ভিতর থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশিদের খবর দিলে তারা এসে দরজা ভেঙ্গে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলানো মা ও ছেলের লাশ উদ্ধার করে।
ঘটনার পর থেকেই নিহতের স্বামী মো: ইয়াছিনসহ তার বাবা ও ভাই পলাতক রয়েছেন।
হোসনে আরা বেগমের বাবা আনোয়ার হোসেন জানান, ৬ বছর আগে ইয়াছিনের সাথে পারিবারিকভাবেই বিয়ে হয় বেলছড়ি ইউনিয়নের হোসনে আরা বেগমের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। একাধিক বার হোসনে আরা বেগমের উপর শারীরিক নির্যাতন করা হয়। এ নিয়ে একাধিক বার গ্রাম্য সালিশও হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রিবিস্তারিত পড়ুন
ভূমিধসে তিন সন্তানকেই হারালো যে দম্পতি
বান্দরবান শহর থেকে দুতিন কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ী গ্রাম লিমুভিরি।বিস্তারিত পড়ুন
৫ জুন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ
শুক্রবার রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনার জের ধরেবিস্তারিত পড়ুন