মাঠে নামতে ব্যাকুল রুবেল
চোটের কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলা হয়নি। খেলা হয়নি বিপিএলে ঢাকায় প্রথম পর্বেও। তবে বাংলাদেশের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের চট্টগ্রাম-পর্বের শুরুতেই মাঠে নামতে পারেন রুবেল হোসেন।
গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে গিয়ে চোটে পড়েছিলেন রুবেল। তারপর থেকেই মাঠের বাইরে জাতীয় দলের অন্যতম সেরা এই পেসার। তবে চোট থেকে সেরে উঠেছেন রুবেল। এখন আবারও মাঠ মাতানোর অপেক্ষায় সিলেট সুপার স্টার্সের এই পেসার।
রোববার সাংবাদিকদের রুবেল বললেন, ‘এখন অবস্থা আল্লাহর রহমতে ভালো। আজ বোলিং করলাম। কালও বোলিং করেছি। আমি আমার শতভাগ দিয়েই বোলিং করছি। কালকের ম্যাচে ইনশাআল্লাহ আমি খেলব।’
রুবেলের দল সিলেট বিপিএলে এরই মধ্যে চার ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু দুর্ভাগ্য, একটি ম্যাচেও জয় পায়নি। দুটি ম্যাচেই আবার ১ রানে হেরে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি।
তবে রুবেলের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘খেলায় হার-জিত থাকেই। আমরা চার ম্যাচ ইতিমধ্যে হেরে গেছি। আরো ছয়টা ম্যাচ আছে। ভালো ক্রিকেট খেললে অবশ্যই অনেক কিছু করা সম্ভব। পরবর্তী ম্যাচ কাল। এই ম্যাচে ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
ঢাকায় ব্যাটসম্যানদের চেয়ে বোলাররাই বেশি দাপট দেখিয়েছেন। তবে চট্টগ্রামের উইকেট ঢাকার মতো হবে বলেই জানা গেছে। অবশ্য এটা নিয়ে চিন্তা করছেন না রুবেল। বরং তিনি আশাবাদীই, ‘আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি। এখানে ঢাকার মতো উইকেট হবে না। আমার কাছে মনে হয়েছে উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে। বাংলাদেশে এমন উইকেটে আমাদের সব সময় বোলিং করতে হয়। এটা নিয়ে আমি চিন্তা করি না কখনো।’
প্রথম চার ম্যাচের চারটিতে হারলেও এটাকে বাড়তি কোনো চাপ মনে করছেন না রুবেল, ‘আসলে বাড়তি কোনো চাপ কিছুই না। আমার কাছে ওইরকম কোনো কিছুই মনে হয় না। আমাদের আগে ম্যাচ জিততে হবে। কারণ আমরা চারটা ম্যাচ হেরে গেছি। একটা ম্যাচ জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন