মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাঠে নামবে আ.লীগের সাত টিম

আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে সাত বিভাগে মাঠে নামছে সাতটি টিম। এসব টিমের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাত সাংগঠনিক সম্পাদক। পাশপাশি এসব টিমে অন্তর্ভুক্ত হবেন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও সহযোগী সংগঠনের নেতারা। এ ছাড়া কিছুু পৌরসভায় বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কোন্দল মেটাতে দায়িত্ব দেওয়া হবে কেন্দ্রীয় নেতাদের।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। আগামীকাল সোমবার বিকেলে এসব সিদ্ধান্ত ও সাংগঠনিক টিমের দায়িত্ব বণ্টন নিয়ে সংবাদ সম্মেলন করবেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় সূত্র রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রোববার বিকেলে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ নেতারা। বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদকরা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি, কোন্দলসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদনের ভিত্তিতে আজ রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদকদের সঙ্গে রাতে পরামর্শ করে আগামীকাল দুপুরের মধ্যেই এসব টিম চূড়ান্ত করবে দলটি। পাশাপাশি নির্বাচনী প্রচারণার কৌশল ঠিক করবে আওয়ামী লীগ।

রোববার ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বীর বাহাদুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল প্রমুখ।

সূত্র আরো জানায়, ইতিমধ্যে কিছু পৌরসভায় দলীয় কোন্দল ও প্রার্থীদের মধ্যে বিরোধ মেটাতে দায়িত্ব দেওয়া হয়েছে কয়েকজন কেন্দ্রীয় নেতাকে। তার মধ্যে চট্টগ্রামের রাউজান পৌরসভায় কোন্দল মেটাতে দায়িত্ব দেওয়া হয়েছে খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলুকে। সিরাজগঞ্জ শাহজাদপুর পৌরসভায় আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে। মানিকগঞ্জে যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুলকে। বাকি পৌরসভাগুলোতেও দলীয় প্রার্থীদের মধ্যে বিরোধে মেটাতেও বিভিন্ন নেতাকে দায়িত্ব দেবে আওয়ামী লীগ।

গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শরীয়তপুর সদর পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থীদের মধ্যে বিরোধ মিটমাট করে আওয়ামী লীগ। ওই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম কোতোয়াল ও বিদ্রোহী প্রার্থী ফারুক আহম্মেদ তালুকদারের মধ্যে এই বিরোধ মেটান দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিদ্রোহী প্রার্থী ফারুককে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন নেতারা। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের, বি এম মোজাম্মেল, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, এস এম কামাল, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি লিয়াকত শিকদার, এইচ এম বদিউজ্জামান সোহাগ, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তার আগে গতকাল শনিবার শরীয়তপুরে গিয়ে ছাত্রলীগের প্রাক্তন সভাপতি লিয়াকত শিকদারের নেতৃত্বে বর্তমান ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদ তালুকদারের সঙ্গে ঘরোয়া বৈঠকে বসেন। সেখান থেকে কথা বলে এসে সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেন দলের নেতারা।

এবাই প্রথম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন হচ্ছে। দেশের মোট ৩২৩টি পৌরসভার মধ্যে আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টিতে নির্বাচন হবে। মেয়র পদ দলীয় হলেও সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে নির্দলীয়ভাবে। এবার নির্বাচনে মোট ১৯টি দল মেয়র পদে প্রার্থী দিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে অন্তত ২৩১ পৌরসভায় প্রার্থী রয়েছে।

ইসির নির্দেশনা অনুসারে, প্রতীক ছাড়াই গত ৯ ডিসেম্বর থেকে জনসংযোগ-পথসভা শুরু করেছেন প্রার্থীরা। ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে প্রার্থীদের। ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা ভোট গ্রহণ হবে। সে ক্ষেত্রে ২৮ ডিসেম্বর রাত ১২টায় প্রার্থীদের প্রচার শেষ করতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল