মাঠে মুস্তাফিজ, গায়ে ঢাকা ডায়নামাইটসের জার্সি…!
চোটের কারণে এখন তিনি আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। মাঠে ফিরতে হয়ত আরো কিছুদিন সময় লাগবে মুস্তাফিজুর রাহমানের। আর এই চোটের কারণে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা হচ্ছে না কাটার-মাস্টারের। খেলতে না পারলেও মাঠে ঠিকই উপস্থিত হয়েছেন এই তরুণ বাঁ-হাতি পেসার।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে উপস্থিত হন মুস্তাফিজ। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখেন ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে।
মুস্তাফিজ কেন ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে খেলা দেখছেন। দলটির ম্যানেজার আজিজুর রহমান জানিয়েছেন, দলকে উৎসাহ যোগাতেই আমাদের সঙ্গে আছে মুস্তাফিজ। অবশ্য বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না তিনি কীভাবে ঢাকার জার্সি গায়ে খেলা দেখতে আসেন।’
এবারের বিপিএলে মুস্তাফিজ খেলতে না পারলেও, নিউজিল্যান্ড সফরের দলে রয়েছেন তিনি। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। তাই দীর্ঘদিন পার আবার জাতীয় দলে ডাক পেলেন তিনি।
গত জুলাইতে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে অংশ নিতে গিয়েই চোটে আক্রান্ত হয়েছিলেন মুস্তাফিজ। এই চোট এতটাই গুরুতর ছিল তাঁকে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল। এরপর ঢাকায় ফিরে দীর্ঘদিন ধরে পুনর্বাসনে রয়েছেন এই বাঁ-হাতি পেসার। এই চোটের কারণে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন