মাত্র ৯০০ টাকায় এবার আস্ত হিরের মালিক হওয়ার সুযোগ, জেনে নিন কীভাবে !
মধ্যবিত্তের স্বপ্নপূরণ করতে অভিনব উদ্যোগ। হিরের দাম এবার হাতের মুঠোয়।
সোনা তো অনেকেই কেনেন। তবে মধ্যবিত্ত ভারতীয়রা হিরে কেনা, কেবল মাত্র স্বপ্নেই দেখে থাকেন। তবে এবার দিন বদলাচ্ছে। মাত্র ৯০০ টাকা পকেট থেকে খসাতে পারলেই আপনি আস্ত একটা হিরের মালিক হয়ে যেতে পারেন।
এমনই এক অবিশ্বাস্য সুযোগের এসেছে ক্রেতাদের সামনে। সর্বভারতীয় এক দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, হিরে কিনতে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি চালু করতে চলেছে ইন্ডিয়ান কমোডিটি এক্সচেঞ্জ বা আইসেক্স। সেবি-র কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও পেয়ে গিয়েছে তারা।
মোট তিন ধরনের হিরে কেনা যাবে। ৩০ সেন্ট, ৫০ সেন্ট এবং ১০০ সেন্ট, তৃতীয়টি ১ ক্যারাটের সমান। হিরে স্টক মার্কেটে ডিম্যাট আকারে থাকে, তাই ক্রেতা সর্বনিম্ন ১ সেন্ট হিরে কিনতে পারবেন। এভাবে ধাপে ধাপে ৩০ সেন্ট হিরে কেনার টাকা জমাতে পারলেই কেল্লাফতে। আস্ত ৩০ সেন্টের হিরে আপনার পকেটে।
বর্তমান বাজারদর অনুযায়ী, ৩০ সেন্টের হিরের দাম ২৭ হাজার টাকা। ফলে ৯০০ টাকা করে প্রতি মাসে এক সেন্ট হিরের দাম দিতে পারলেই ৩০ মাস পরে পূর্ণাঙ্গ হিরে কিনতে পারা যাবে। আইসেক্স জানিয়েছে, প্রতিটি হিরেই ডি বিয়ার্স অনুমোদিত ও প্রাকৃতিক।
এতদিন পর্যন্ত এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ড অথবা গোল্ড ফান্ড কিনতে পারতেন সাধারণ মানুষ। তবে ডায়মন্ড এসআইপি শুধু ভারতেই নয়, গোটা পৃথিবীতেই প্রথম উদ্যোগ। ডায়মন্ড এসআইপি করার পদ্ধতি হল, প্রথমেই ক্রেতাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আইসেক্স-এর ব্রোকারের কাছে। কেওয়াইসি পরিচিতিপত্রের মাধ্যমে এই অ্যাকাউন্ট তৈরি করার পর কিছু টাকা ওই অ্যাকাউন্টে রাখতে হবে। এর পরে ব্রোকার জানাবেন, প্রতি মাসের কত তারিখে তিনি ক্রেতার জন্য হিরে কিনবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন